লেখক : সাইনি রায়
গর্ভে সহ্য করেছ অসংখ্য লাথি,
তবু,দিনের শেষে,
ঘরে ফেরা তোমার বৃদ্ধাশ্রমে।
আত্মবলিদানের মূর্তি, সখ-সাধ বিসর্জনের প্রতিমা তুমি।
কখনো অমুকের মেয়ে,কখনো অমুকের স্ত্রী, কখনো অমুকের মা;
ভুলেছ তোমার নিজ পরিচয়।
এক চিলতে সিঁদুর শেষে,
বহুপরিচিত পদবিটাও,আর তোমার নয়।
এতকিছুর পরেও,তোমার প্রাপ্য সম্মান জোটেনা।
জোটে শুধু সামান্য গৃহিণীর খোঁটা।
যে গৃহিণী হতে গিয়ে,
বাধ্য হয়ে, আহুতি দিতে হয়েছিল, যাবতীয় ইচ্ছার;
সে খবর কেউ রাখেনা।
খবর কি রাখে কেউ সেই আধুনিকার?
যে কর্মস্থলে জাঁতার মতো পিষে,
দিনের শেষে ভিড় বাসেতে ধাক্কা খেয়ে,
আবার হেঁসেলে ফিরে কলুর বলদের মতো খাটে!
কেউ খবর রাখেনা বলেই,
এ পুরুষতান্ত্রিক সমাজে,
বছরে একদিনের ভিক্ষা এ নারী দিবস।
ভিক্ষা চাইনা আমরা,
আমরা চাই যোগ্য মর্যাদা।
যুগে যুগে, নানারূপে,
আমরাই ছিনিয়ে নেব আমাদের স্বাধীনতা।
লেখক পরিচিতি : সাইনি রায়
একটু-আধটু লেখার চেষ্টা করি।বাংলা নিয়েই পড়াশোনা। গার্গী ছদ্মনামেও লিখে থাকি। আর শিখি আত্মরক্ষার পাঠ হিসাবে ক্যারাটে।
বেশ লিখেছেন। চলমান থাকুক কলম
ধন্যবাদ বন্ধু।