যখন তুমিই নিয়ন্ত্রা

লেখক : ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়

অনন্ত যদি একটি বিন্দুতে আসে
তার শীর্ষ চূড়ায় এঁকে দিও অপরাজিতা
হাতে তুলে দিও পদ্ম কোরক

যাওয়া আসার সে পথে আলোকে
স্বভাবতই জেনো – চতুর্থ চক্রের নামে
তাই হাতে না হয় নাই নিলে
বর্ণমালার সব …

মাতৃরূপেণ সংস্থিতা

লেখক : অঙ্কিতা মজুমদার

আঁধারের বুক চিরে
পাগলিনী ছুটছে-
সে জানে না তার গর্ভে রক্তকল্প ছাপ,
কলঙ্ক কি তার হুঁশ নেই,
যে পাশবিকতা তাকে উন্মুক্ত করেছে তাদের কী বলে সম্বোধন করতে হয় তার জানা নেই,
সে কেবল হাসে,
দুঃখ-কষ্ট-বেদনার কোন …

কোথায় ঈশ্বর?

লেখক : মনোজ চ‍্যাটার্জী

একরাশ আবর্জনার মত ব‍্যস্ততা আঁকড়ে
আমি চলেছি মহামহিম ঈশ্বরের খোঁজে
কখনও হিমাচলের পাহাড়ে কখনও আন্দামান সাগরে
কালো পাহাড় আর সমুদ্রের নীল রক্তের মাঝে
তবু পাথরের বুকে আমার অটো ধরার উদগ্রীব ফুল
নীল সমুদ্রের বুকে ভাসে আমার …

ঠুনকো বিষয়ক কবিতা

লেখক : ড. বিশ্বজিৎ বাউনা

০১: ঠুনকো

ঠুনকো করে রাখি নিজেকেই লেখার খাতায়-
নিশ্চুপ পড়ে থাকি যেন বা অক্ষরের হত্যাদেশে।
অকপটে দেখি শূন্যরা ঠেস দিয়ে বাতাসের গায়
উড়ে আসা পাখির বিকেল খায় ঝাঁপিয়ে শেষে।

অবশেষ পড়ে থাকে, হাড়ে হাড়ে বেদুইন …

এই বালুকাবেলায়

লেখক : বিশ্বরূপ দাস

হেমন্তের সন্ধ্যায়,
নদী যখন অনুরণিত
নিঃসঙ্গ শঙ্খচিলের ডাকে
তখন
আমি দেখি
তোমার চোখ পানে চেয়ে
এক অচেনা আলো
যেথা
জোনাকিরা রাত্রি জাগে।

এই বালুকাবেলায়,
সময় যখন শেষপ্রান্তে
সূর্য তোমার
রক্তিম শাড়ির আঁচল,
স্নিগ্ধ বাতাস তোমার নিশ্বাস;…

আলেয়া

লেখক : সৌরভ দেববর্মণ

তোমাকে এখনও এভারগ্রীনই ভাবি
তুমিই আমার একডালিয়া ছিলে
হাঁটতে যেমন পুতুল, দেওয়া চাবি…
সেবার হিট ছিলে চুড়িদার, হাই হিলে

আমি পরিচিত এপার বাংলা জাতক
তুমি বিদেশিনী অরিজিন হ’ল সিলেট
তোমার ফ্যামিলি হাইফাই বড়োলোক
আমরা অভাবী, বাবা …

কোটি চন্দ্র জিনি, মা অরূপিণী

লেখক : শ্রী অজয় কুমার দে (প্রণবনন্দন )

শ্যামা-বিলাস ও মুক্তি (পদাবলী সমন্বয়)
রাগ: ললিত (একটি কাল্পনিক পদাবলীর ঢঙে রচিত)

স্থায়ী:

কোটি চন্দ্র জিনি, মা অরূপিণী!
ঐছন দেখলু নট, শ্যামা রূপিণী।

প্রথম অংশ (কালীর স্বরূপ):

শ্মশান-বাসিনী, তুঁহু যোগীন্দ্রাণী,
মাগো তুঁহু …

রাখাল

লেখক : সৌরভ মাহাতো

জসিমউদ্দিনের রাখাল ছেলে একবার শুনে যাও
গোরু দলবল লাঠি নিয়ে আর মাঠে কেন না যাও
বললে হেসে দাতকপাটি
শুনছ দাদাভাই
আর কোনদিন সে নাই এখন আর রঙের তামাশায়।

রাখাল ছেলে, রাখাল ছেলে চলো না ভাই যাই…

নদী

লেখক : রাজা সাহেব মুখার্জী

কেউ কি অপেক্ষা করে না কারও
তোমার মতই নদী?
তবুও কেউ তীরে ঘাস বুনে
একাকী নিরবধি!
ঢেউ খেলে যায় ঢেউয়ের পরে,
বুকের ভিতর ছলাৎ ,
ওই সরে যায় চেনা স্রোত
বিদায় অকস্মাৎ।
নদীর মত নরম …

ব্যস্ততা

লেখক : ড. মিতালি চক্রবর্তী

কোথাও শঙ্খ, কোথাও ঘণ্টাধ্বনি, কোথাও আজান।
চাওয়া পাওয়ার টানাপোড়েনে বোনা
এই পৃথিবীর ইজেলে, ছবি আঁকে মানুষ।
উত্তরে ঘর ভাঙে, দক্ষিণে ফুরোয় ছুটির কারুকাজ,
লাস্যে থাকুক সেলিব্রিটি!
এই যে যন্ত্রণা-অপেক্ষা-উপেক্ষা নিয়ে সাপলুডোর চৌখুপী,
কেউ মাথায়, কেউ …

ক্ষয়িষ্ণু মানবতা

লেখক : সোমনাথ লাহা

আমার চারপাশ জুড়ে অস্থিরতা
চেনা রঙ অচেনা হয়ে উঠেছে
ক্যানভাস ধূসরতায় পরিপূর্ণ
ছবিগুলো বড় বেমানান লাগছে।
অবয়ব ঘষা কাঁচে অস্পষ্ট
জটিল আবর্তে ঘেরাটোপে বন্দী
সময়ের শব্দ শোনা যাচ্ছে
রুদ্ধ দ্বারের আড়ালে কথা ভেসে আসছে
ষড়যন্ত্র নিঃশব্দে …

ভাঙন

লেখক : অভিজিৎ সুর

আর কী কী ভাঙবে আমাদের?
স্বপ্ন ভেঙেছে তো অনেক আগেই;
হৃদয় ভেঙেছে যখন, আমার হাতে লেগেছিল
ফুলেদের অর্থহীন অপমৃত্যু।
বিশ্বাস ভাঙতে দেখেছি,
এখন বন্ধুত্ব করতেও ভয় হয়
জানি সেখানেও এক ভাঙন অপেক্ষা করে আছে।
আমি ইতিহাসকে …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up