শিক্ষার আলো
লেখক : তামান্না হক রুহি
তোমার মধ্যে সূর্য ওঠে,
তুমি ঘোচাও আঁধার,
তোমার ছোঁয়ায় জ্বলে ওঠে
জ্ঞান-জগতের দরবার।
তুমি পথ দেখাও দিকভ্রান্তকে,
তুমি শেখাও সত্য,
তোমার আলোয় ভরে ওঠে
জীবনের প্রতিটি ছত্র।
শিক্ষা তুমি মহামূল্য,
জীবনের শ্রেষ্ঠ ধন,
তোমায় নিয়ে …