বিষ

লেখক : কাশফিয়া নাহিয়ান

ফিরবোনা সেখানে যেখানে বিষের বাস
যেখানে প্রতিনিয়ত বন্ধ হয় আমার নিঃশ্বাস
যেখানকার বাতাস বিষাক্ত 
যেখানে সবাই এক অদ্ভুত নেশায় আসক্ত
যেখানে আমি একদম একা
যেখানে ভালো কিছুর সাথে হয়নি দেখা।
যেখানে কপটতার করা হয় অধ্যায়ন
যেখানে নেই আমার কোনো মূল্যায়ন
যেখানে সবাই যান্ত্রিক
যেখানে সবাই অহংকারী তান্ত্রিক
যেখানে মুখ থুবড়ে পড়ে স্বাধীনতা
যেখানে রাজত্ব করে পরাধীনতা
যেখানে সহ্য করা হয় পরাজয়ের গ্লানি
যেখানে ছিনিয়ে নেয়া হয় মুখের বাণী
যেখানে সবাইকে নিয়ে করা হয় সমালোচনা
যেখানে সবার দূর্বলতাকে নিয়ে করা হয় পর্যালোচনা
যেখানে বন্দনা করা হয় অপশক্তির
যেখানে পূজা করা হয় লোক দেখানো ভক্তির
যেখানে খোলে না মুক্তির দ্বার
মন থেকে সেই জায়গাকে জানাই ধিক্কার।

লেখক পরিচিতি : কাশফিয়া নাহিয়ান
আমি কাশফিয়া নাহিয়ান।ইংরেজী সাহিত্যে অনার্স মাষ্টার্স।বর্তমানে এসেনসিয়াল ড্রাগস কোম্পানীতে কর্মরত।লেখালেখি আমার প্যাশন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum