বেলা শেষ

লেখক : মোহাম্মদ আল-আমিন

বেলা শেষে সন্ধ্যা নামল
জীবন ঘড়ির ঘন্টা বাজল
তুমি আমার শেষ রাত্রি
গভীর তিথি হলো সাথী।

পথ হারনো পথিক যেমন
হিসাবের খাতা শূন্য তেমন
আঁধার কেটে অরুণ রাঙে
দুঃখ শেষে সুখ আসে।

বেলা শেষে সন্ধ্যা নামল
জীবন ঘড়ির দম ফুরালো
তুমি আমার ভোরের সাথী
ঊষা দিদির হিসাব কষি।

গগনে মেঘ উঠে, জীবন তরী জলে ভাসে
শেষ বেলায় একলা হয়ে
ভবের খেলায় মত্ত হয়ে
একলা ফিরে যাই।

লেখক পরিচিতি : মোহাম্মদ আল-আমিন
নামঃ মোহাম্মদ আল-আমিন। জন্মস্থানঃ উত্তর আলগী, হাইমচর,চাঁদপুর। শিক্ষাগত যোগ্যতাঃ লোক প্রশাসন (স্নাতক), কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।