আমার সমাজ

লেখক : সুপ্রিয়া মণ্ডল

চলছে গুলি, উড়ছে ধোঁয়া, ক্ষমতার এই মিথ্যে শোষণ;
যুদ্ধ যুদ্ধ খেলা শেষে, ক্লান্ত সবাই এখন ভীষণ।

ঝান্ডা ধ’রে মোড়ের মাথায়, উঠছে কথা কথার ফাঁকে;
কোরান, গীতা এক হয়ে যাক বিভেদ ভুলে বইয়ের তাকে। 

রহিম-রামের দ্বন্দ্ব আজও,

এক জন্মে

লেখক : কাকলি রায়

এক জন্মে কত সম্পর্কের কবর
খোঁড়ে মানুষ, বুকের ভেতরে ?
এক জন্মে কতবার নিজেকে ভেঙে
গড়ে মানু্‌ষ, ভালোবাসা পেতে ?
এক জন্মে কতবার নতুন জন্ম
নেয় মানুষ, বাঁচার তাগিদে ?
হিসেব রাখে কে ? হিসেব রাখে …

এক ফালি চাঁদ

লেখক : নীলনথ

এক সময় ফুরায়
দিনের দীনতা।
পাখিরা ডানা ঝাপটিয়ে
ঝেড়ে ফেলে ব্যাস্ততা।
শঙ্খের সুরে সুরে
নামে সাঁঝবেলা।
এটা এক গাঁয়ের
শেষের ও পর।
চারপাশের চরাচর
বড় মায়াময়;
যেমন এই জীবনটা।


লেখক পরিচিতি : নীলনথ
জন্মস্থান ও বসবাস বহরমপুর, …

আর্তনাদ

লেখক : সুস্মিতা সরকার

পৃথিবীতে এসে দেখেছি আমি বহু দুঃখ কষ্ট,
পৃথিবীর এই জরা-ব্যাধি ব্যথিত করে আমারে,
আমি চিৎকার করে উঠি দমফাটা আর্তনাদে,
আর বলে চলি সতত__
এ ধরাভূমি আমার নয়!
এত কান্না, এত বুভুক্ষু মুখ,
আমার হৃদয়কুসুমকে ছিন্নভিন্ন করে,…

রত্ন রাজি

লেখক : প্রভঞ্জন ঘোষ


অনেক রত্ন রাজি,
হীরে মণি-মুক্তো নানা
কোথাও পড়ে,
কোথাও সূর্য রশ্মিটি পড়ে না।
কোথাও ওঠে ঝিকিমিকিয়ে
ছড়ায় রঙের দ্যুতি,
কোথাও যেন আবছায়াতে
ঝিলিক অল্প অতি।
আলোয়-আলোয় মিশে-মিশে
কোথাও চন্দ্র জ্বলে,
নীহারিকার পুঞ্জ যেন
কোথাও ডানা মেলে।…

মৌন জিজ্ঞাসা

লেখক : শিখা চক্রবর্তী

জন্ম থেকেই দাঁড়িয়ে যে আমি
কই না তো কোনও কথা,
না চাইতেই তো সবটা দিয়ে দিই
সে কি আমার দুর্বলতা!

নিষ্ঠুরতায় তোমরা এখন
প্রথম স্থানেতে আছ
মৌন থাকি বলেই কি তাই
এরকম করে কাটো?

কাটার শেষে …

দ্বীপান্তর

লেখক : অভিজিৎ সুর

আমার এ শরীরের গন্তব্য কোনদিকে নেই আর,
তাই গোধূলির আকাশের নিচে চুপচাপ শুয়ে থাকি,
ঘুমোই না, ঘুম আসে না বহুদিন।
নিতান্তই নিভে যাবার আগে কিছু শেষ কথা বলার প্রয়োজন বোধ হতো একদা,
এখন আমার এ শরীর-জোড়া …

অপরাজিতা

লেখক : তমালিকা ঘোষ

আজ কাল কেমন তাড়াহুড়ো করে সন্ধ্যে হয়ে যায়,
ছাদে কাপড় তুলতে গিয়ে রোজ কাঠঠোকরা পাখিটাকে দেখি,
নারকেল গাছের ফোকর দিয়ে মুখ বের করে থাকে।
বকগুলো সারি দিয়ে উড়ে যায় ওদের ঠিকানায়।
লাল মোরামের ধুলো উড়ে আসে …

এসো বিবস্ত্র হই

লেখক : গৌতম ঘোষ-দস্তিদার

পোশাকি লজ্জা সব ভুলে আজ এসো না দুজনে বেহায়া রই
মেকি পরিধান ফেলে দিয়ে এসো পুরোপুরি আজ বিবস্ত্র হই
আদি দেবদারু পাতা ছিঁড়ে আজ, তার গা ছড়িয়ে দুজনে শুই
বেআব্রু অধুনা নিলাজ পৃথিবী দুজনাতে তার মুখোশটা …

নির্মমতার মাঝে মানবতা

লেখক : মোঃ ফাহিম সরকার


তোমারা দেখনি পানির গায়ে থাকা ছবিটি?
তোমারা পড়নি প্রথম আলোর গায়ে লেখা
নির্মম কবিতাটি?
কে বা কোথায় এই নির্মমতার শিকার।
জানতে চেয়েছ কি একটিবার?
প্রশ্ন নয় আমি জানাতেই আসি বারবার।
প্রশ্ন করো মোরে আমি বলব …

কবিতা-গুচ্ছ

লেখক : প্রভঞ্জন ঘোষ

(১)
ইচ্ছেগুলো


ইচ্ছেগুলো আলো হয়ে
জ্বলবে তারায়
মাটির বুকে পড়তে গিয়ে
পথ হারাবে
কারুর চোখে দৃষ্টি দিয়ে
তাই যেন হয়
বুকের ভেতর ঝলকে ওঠার
ঘোর প্রত্যয়।
ইচ্ছেগুলো নীল ছড়িয়ে
আকাশ হবে
বুকের মালায় রাখবে গেঁথে
মেঘের …

রোগ

লেখক : চঞ্চল মারিক

মেনে নেওয়া আমাদের রোগ
তাই রোজ সব নিই মেনে
আপোষেই দাম বেঁধে রাখি
যাতে সহজেই সব লোকে কেনে।

একে একে মেনে নিই সব,
রাগ, ঘৃণা, বিদ্বেষ, ক্ষোভ
দেওয়ালেতে যদি ঠেকে পিঠ,
তবু আপোষেই ইদানীং লোভ।

রক্তের …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।