প্রিয়মুখ
লেখক : আলী ইব্রাহিম
অন্ধকার তাড়িয়ে ফেরে সমস্ত বিকেল।
গোধূলির বেদনায় স্বপ্ন জাগে এই চরাচরে।
বিষাদের ধ্বনি আঁকে ওই প্রিয়মুখ।
পৃথিবী চেয়ে থাকে। এই সর্ষেখেত তোমাকে দেখে।
সারাদিন তোমাকে দেখে। সারারাত তোমাকে দেখে।
কলঙ্কের কালি মুছে সন্ন্যাসী সড়ক উঠে দাঁড়ায় …