ভেবে দেখ

লেখক : প্রভঞ্জন ঘোষ

টুনটুনি,ল্যাজঝোলা
যারা দ্যাখে তারাই দ্যাখে
নিমাই-রতন-ভোলা

কাজের ফাঁকে,পড়ার ফাঁকে
নিয়ে ধুলো-বালি
যারা খেলে তারাই খেলে
খোকন-তপন-তুলি

বঁড়শি নিয়ে,ঘুনি
যারা ধরে তারাই ধরে
মৌরলা,দারকিনি।

যারা শোনে তারাই শোনে
ভ্রমর,ঝিঁঝির রব;
তোমরা যারা নিছক ভাবো
নগন্য এসব-
অনাবিলের আশিষটুকু
একটু ভেবে দেখ,
ওদের উপর ঝরে পড়ে
অমনি মনে রেখো।


লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্যানুরাগী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum