লেখক : মিটু সর্দার
মানবতা আজ ভূলুণ্ঠিত, কুণ্ঠিত মানব হৃদয়
মানুষ আর হচ্ছেনা এখন মানুষের প্রতি সদয়।
তাকিয়ে দেখুন পথেঘাটে, ওই জরাজীর্ণ বস্তিতে
এই কনকনে শীতে দিন কাটছে না ওঁদের মাস্তিতে।
ধুসর, জরাজীর্ণ দেহে ছেঁড়া-ফারা কাপড় —
দিন যাচ্ছে ওঁদের নির্মম, নিষ্ঠুর, মানবেতর।
নিচ্ছে না কেউ বুকে, মরছে ওরা ধুঁকে
এই শীতে বসে থাকেনি কেউ হাত গুটিয়ে।
কেউ ভাঙছে ইটপাথর, কেউ মারছে প্যাডেল
কেউ ঘুরছে গায়ে মেখে আতর, হৃদয় যেন পাথর।
দেখেও কেউ দেখছে না, চলছে মাড়িয়ে মানবতা
চোখে তাদের রঙিন চশমা, গায়েতে কোর্ট —
ওগো, বলো মোর প্রিয়ে,
মানবতা আজ ঠেকছে কোথায় গিয়ে?
মানুষরূপী মানু-তে ভরপুর দেশ —
রাস্তাঘাট, কালভার্ট, ব্রীজ, মঞ্চ, শেয়ারবাজার খেয়ে
কেউ খাচ্ছে অর্থনীতি, কেউ খাচ্ছে মূলনীতি
আবার কেউ-কেউ খাচ্ছে মানবনীতি।
বড্ড অসহায় লাগে নিজেকে
ছিনিয়ে নিয়ে বন্টন করতে ইচ্ছে করে
চোরা-কারবারি, কালো-বাজারির অবৈধ সব সম্পদ।
গ্রীবা চেপে ধরে লুণ্ঠিত ক্ষমতার —
ইচ্ছে করে একবার ডাক দিই সমতার —
জয়জয়কার ধ্বনি তুলি ভূলুণ্ঠিত মানবতার।
লেখক পরিচিতি : মিটু সর্দার
মোঃ আকাইদ-উল-ইসলাম (মিটু সর্দার)। ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের অন্তর্গত বড়মুড়া গ্রামে ১৯৮৭ সালের ১০ই নভেম্বর, এক সম্ভান্ত্রশালী মুসলিম পরিবারে কবির জন্ম। কবির পিতার নাম নূরুল ইসলাম (মাষ্টার) আর পিতামহের নাম আলতাব আলী সর্দার। কবির চার ভাই এবং দুই বোন। কবি যখন ছোট তখন মা এবং বড় ভাইকে হারান। ভাইবোনের মধ্যে কবি তৃতীয় এবং ভাইদের মধ্যে দ্বিতীয়। কবির যৌথ কাব্যগ্রন্থ "অনুভবের সব রঙে তুমি, রমজান সংকলন, কাব্যের উঠোনে শব্দ নাচে, ইত্যাদি। কবির ছোট বেলা থেকেই কবিতা লিখা সখ । স্কুল জীবন থেকে মাঝেমধ্যে কবিতা লিখতেন। কবি গ্রামের অন্যায়, অবিচার, নির্যাতন, জোরজুলুমের বিরুদ্ধে প্রতিবাদী লিখা লিখতেন।