লেখক : গোবিন্দ মোদক
তখন ধুলোর শয্যা ছেড়ে
সূর্যদেব পাটে উঠলেন
আর কালপুরুষ পরে নিলেন
তাঁর সান্ধ্যকালীন শীতপোশাক
শহর জুড়ে রঙিন আলোয়
রাতভর বেচাকেনা চলল
আর পথ হারিয়ে এক দুঃখী মেয়ে
কেঁদে কেঁদে শেষ করলো তার হাসবার সময় …
অবশেষে সে ঘুমিয়ে পড়লো …
তার পোশাক বেয়ে উঠে এলো
শহরের প্রথম ভোর
দিনের প্রথম স্টিমারের হুইশেল
যানবাহনের ভোঁ
আর অজস্র ‘কা-কা’ ডাক
মেয়েটি কিন্তু সে সব টেরই পেলো না
বুঝতে পারলো না যেন সে কিছুই
অবশেষে কোথা থেকে এক পাগলি মা এসে
ঢেকে দিলো মেয়েটির বে-আব্রু দেহ
তারই শতচ্ছিন্ন পোশাকে
সে দিন কুয়াশা ভেদ করে সূর্য আর উঠলো না
বাতাস গুম্ হয়ে রইলো
অথচ মাননীয় নাগরিকবৃন্দের|
প্রস্তুতি চলতে লাগল
পরবর্তী রাতের বেচাকেনাকে
আরও মহিমান্বিত করে তোলবার তাগিদে।
লেখক পরিচিতি : গোবিন্দ মোদক
কবি পরিচিতি:- নাম: গোবিন্দ মোদক। (কবি, ছড়াকার, গল্পকার) সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা। পিতা: কানাই লাল মোদক। মাতা: প্রতিভা রাণী মোদক। লেখকের জন্ম: ৫-ই জানুয়ারি, ১৯৬৭ বাসস্থান: রাধানগর, কৃষ্ণনগর, নদীয়া, পশ্চিমবঙ্গ। ডাকসূচক- 741103 মুঠোফোন নম্বর- 7044404333 শিক্ষাগত যোগ্যতা: M.Com (কলকাতা বিশ্ববিদ্যালয়)। পেশা: প্রথম জীবনে অধ্যাপনা, পরবর্তীতে India Post (ডাক বিভাগ)-এ কর্মরত। নেশা: লেখালিখি। বাণিজ্য বিভাগের ছাত্র হওয়া সত্বেও ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ঐকান্তিক অনুরাগে হাতে তুলে নিয়েছেন কলম। ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, রম্য রচনা, উপন্যাস ইত্যাদি লিখলেও ছোটদের জন্য ছড়া-কবিতা ও গল্প লেখার মধ্যেই খুঁজে পান অধিকতর তৃপ্তি। প্রচারবিমুখ আত্মমগ্ন এই মানুষটি লেখালিখি ছাড়াও ভালোবাসেন: বই পড়া, গান শোনা, পত্রিকা সম্পাদনা, অনুষ্ঠান সঞ্চালনা, বেড়ানো, সাহিত্য বিষয়ক নির্ভেজাল আড্ডা, এলোমেলো ভাবনায় নিমগ্ন হওয়া। অপছন্দের বিষয়: যে কোনও ধরণের রাজনীতি। প্রথম লেখালিখি: প্রথম কবিতা "প্রেম" প্রকাশিত হয় শারদীয়া অভিষেক (১৯৮৯) পত্রিকায়। প্রথম গল্প ছাপা হয় তটরেখা পত্রিকায় (হরিপদ'র গল্প) ১৯৮৯ সালে। প্রথম কিশোর উপন্যাস "গুপ্তধনের খোঁজে" প্রকাশিত হয়েছে ১৯৮৯ সালে শারদীয় "আসানসোল হিতৈষী" পত্রিকায়। লেখালেখির সেই প্রবাহ এখনও ভীষণভাবেই বহমান … নানা ধরণের লেখা নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে দেশ ও বিদেশের অজস্র পত্র-পত্রিকা ও দৈনিকে। লেখালেখির সংখ্যা সাড়ে পাঁচ হাজারের কিছু বেশি — যার অধিকাংশই বিভিন্ন পত্র-পত্রিকা ও দৈনিকে প্রকাশিত হয়েছে। প্রকাশিত গ্রন্থ: হারিয়ে গেছে ডাক-বাক্স, ধিতাং ধিতাং বোলে, অদ্ভুত যতো ভূতের গল্প, পদ্য ভরা আমার ছড়া, ছন্দ ভরা আমার ছড়া, আলুক ফালুক পদ্ম-শালুক, ‘আয়নার সামনে একা’, ‘প্রথম অন্ধকার এবং ঈভ’, ‘অনিকেত শ্রদ্ধাঞ্জলি, নিমগ্ন রাত্রির ধ্বনিময় সংলাপ, প্রণমি তোমায়। প্রকাশিতব্য গ্রন্থ: রূপকথার রূপ ও কথা, ভয়ঙ্কর প্রতিশোধ, গুপ্তধনের সন্ধানে, জীবনের রোদ-রং, নির্বাচিত পলাশগুচ্ছ ইত্যাদি। সম্পাদিত গ্রন্থ: চয়নিকা (প্রথম খণ্ড), চয়নিকা (দ্বিতীয় খন্ড), কিশোর কবিতা সংগ্রহ, চয়নিকা (তৃতীয় খন্ড), চয়নিকা (চতুর্থ খন্ড)। সম্মাননা: পেয়েছেন অজস্র পুরস্কার ও সম্মাননা। তবুও পাঠকের ভালোলাগা এবং ভালোবাসা-ই তাঁর কাছে সবচেয়ে বড় পুরস্কার।