লেখক : আবীর ভট্টাচার্য্য চক্রবর্তী
তোমাকে পরিত্রাণে তৃপ্তি নেই, পূর্বজন্ম রেশ…
অধিকার ছেড়ে যাওয়া সুজাতা অভ্যেস!
আপনার কাছে যদি নত হতে শিখি
যশোধরা আত্মত্যাগে বিছিয়ে প্রতীতি
রোগ-শোক-ব্যাধি-মোহ, রিবংশা সংগ্রামে
তোমার আরুণি ধ্যানে, অনন্ত যেখানে জপে নামে
সুরের অতলে সুর, স্রোতের গভীরে ওঠা স্রোতে
ডাকি যদি চরুপাত্রে পূজা ঢেলে ব্রতে
নৈরঞ্জনা নদীতীরে, অবোধ্য অধীতে
জন্মান্তরে ফিরে এসে যদি চাই আসঙ্গের সুধা
দ্বিষোজহি সমর্পণে স্পর্শাতুর ব্যথা…
অনিচ্ছুক দেবতার পাদপীঠ ছেড়ে নামবে কি তুমি?
ঐ দেখ! পড়ে আছে অকর্ষিত বহু মনোভূমি
ইতস্তত ভার বয়ে ভরে গেছে নৌকাটির ডালা
তবু আজও পূজারিণী বোধে নিত্য দীপ জ্বালা…
জীওনের কাঠি ছুঁয়ে আজও যদি ডাকি সান্ধ্যগানে
আমার জাগৃতি জন্মের সেই শুভক্ষণে
হে নিরীশ্বর! তুমিও মানুষ হয়ে যেও
অলক্ষিতে বােধিবৃক্ষ মুকুলিত হয়েছে কোথাও!
লেখক পরিচিতি : আবীর ভট্টাচার্য্য চক্রবর্তী
পেশায় শিক্ষিকা, নেশা কাব্য চর্চা