লেখক : রবীন্দ্রনাথ দাস
ফসল এখন ফলছে কত
চোখ ধাঁধানো সব্জি ভাই,
ভাবছি না তো কৃষি নিয়ে
কেমন করে হচ্ছে তাই।
মন দিয়েছি বিনামূল্যে
কোথায় কত পাওয়া যায়,
ভবিষ্য যে অন্ধকারে
তাই নিয়ে, নেই কোনো দায়।
সংস্কৃতির পথ সুগম হবে
বৃথাই মোদের গল্প যে,
মডিফায়েড ক্ষেতের ফসল
চিন্তিত নই আমরা যে।
কাটছি দেদার গাছের সারি
নষ্ট শিল্প মুখ বুজে,
গড়ছি ভেঙে অট্টালিকা
মরছি শুধু ফ্ল্যাট খুঁজে।
দুর্বিষহ সমাজের হাল
ভাবছি না কেউ সেই নিয়ে,
অঙ্ক কষতে ব্যস্ত শুধু
ক্ষতির কথা বাদ দিয়ে।
লেখক পরিচিতি : রবীন্দ্রনাথ দাস
রবীন্দ্রনাথ দাস কোলকাতায় জন্ম। শৈশব ও কৈশোর বেড়ে উঠা কোলকাতায়। বঙ্গবাসী কলেজ থেকে পড়াশোনা করে কলিকাতা ইউনিভার্সিটি থেকে বিজ্ঞানে স্নাতক। আমার প্রথম কাব্যগ্রন্থ 'অঞ্জলি' ২০২৩ সালে আন্তর্জাতিক কোলকাতা বইমেলায় আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত হয়। দ্বিতীয় কাব্যগ্রন্থ 'হৃদয়ের কথা' দূর্গা পুজোয় কূহুতান প্রকাশনী থেকে প্রকাশিত হয়। এছাড়াও বাংলাদেশে যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। ভারতের একাধিক প্রকাশনীর মাধ্যমে যৌথ কাব্যগ্রন্থ এবং ছোটগল্প প্রকাশ পেয়েছে।