সমস্ত লেখকদের জন্য সুসংবাদ। দীপায়ন ১ এর তুমুল সাফল্যের পর সববাংলায় লেখালিখি নিয়ে এসেছে – দীপায়ন ২ পুরস্কার। ‘লেখালিখি’র শুভানুধ্যায়ী প্রয়াত দীপঙ্কর চট্টোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে তাঁর সন্তান অরিত্র চট্টোপাধ্যায় “দীপায়ন” পুরস্কার চালু করেছেন। পুরস্কার বাবদ নির্দিষ্ট অর্থমূল্য ছাড়াও লেখাটি সববাংলায় লেখালিখি ওয়েবজিন জন্মদিন সংখ্যা ১৪৩২ -এ প্রকাশ করা হবে। পুরস্কৃত লেখা ছাড়াও সম্পাদকমণ্ডলীর পছন্দ হলে অন্যান্য লেখাগুলি লেখালিখি ওয়েবসাইট এবং ওয়েবজিনের জন্মদিন সংখ্যায় স্থান করে নিতে পারে। দীপায়ন ১ এর সাথে দীপায়ন ২ এর চরিত্রগত একটা পার্থক্য আছে অবশ্য। দীপায়ন ২ হতে চলেছে বিষয়ভিত্তিক।
জন্ম জীবনের এক পরম বিস্ময়, অচেতন ও চেতনের মাঝখানে দাঁড়িয়ে থাকা আশ্চর্য সন্ধিক্ষণ। সৃষ্টির সূচনাকাল, চেতনার আরম্ভ মুহূর্ত। আবার এই জন্মমুহূর্ত থেকেই বুঝি মৃত্যুর দাগ লাগে জীবনের গায়ে – ‘নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে’। ‘অমরত্বের প্রত্যাশা’ থাক বা না-থাক, নশ্বর এই জীবনে জন্মকে ঘিরে আমাদের কত আকাঙ্ক্ষা-আনন্দ-উৎসব, কী বিচিত্র তার আয়োজন! সে কি শুধুই মানবজন্ম? জন্মের উদযাপন হয় প্রিয়জনের, প্রিয় পোষ্যের, ফসলের, ঘটনার, সৃষ্টির – এমন আরও কত কী! আবার এক জন্মের মধ্যে লুকিয়ে থাকে অজস্র অনুজন্মের অনুষঙ্গ।
এই ভাবনা থেকেই মনে হয় ‘জন্ম’-কে কেন্দ্র করে যদি বাঁধা হয় নিজের সৃষ্টিকে, কেমন হবে তার স্বরূপ? সেই অন্বেষনে আমাদের এবারের প্রতিযোগিতার বিষয় – ‘জন্ম’।
‘জন্ম’ ভাবনায় জারিত হয়ে সেজে উঠুক আপনার রচনা। নিচে দেওয়া ‘নিয়মাবলী’ পড়ে আপনি আপনার মৌলিক ও অপ্রকাশিত রচনা পাঠিয়ে অংশগ্রহণ করুন দীপায়ন ২ প্রতিযোগিতায়।
বিষয়: জন্ম
লেখার বিভাগ: কবিতা, গল্প
পুরস্কার অর্থ মূল্য: ৫০০ টাকা (ভারতীয় মুদ্রা)
লেখা পাঠানোর শেষ সময়: ৩০ এপ্রিল, ২০২৫
নিয়মাবলী
১. লেখা মৌলিক ও অপ্রকাশিত হতে হবে। মুদ্রিত বা ডিজিটাল কোনও মাধ্যমে প্রকাশিত লেখা পাঠাবেন না। সমাজমাধ্যমে প্রকাশিত লেখাও গ্রহণযোগ্য নয়।
২. একজন লেখক একটিমাত্র লেখাই দিতে পারবেন। লেখা পাঠানোর শেষ সময়: ৩০ এপ্রিল, ২০২৫, ভারতীয় সময় রাত ১১:৫৯।
৩. লেখা কেবলমাত্র গুগল ফর্মের মাধ্যমেই নেওয়া হবে। নিচে প্রদত্ত ফর্মে যথাযথ তথ্য ভরে সাবমিট করুন। ফর্ম সাবমিট করার পর আপনি “আপনার লেখাটি সফলভাবে জমা পড়েছে।” মেসেজ দেখতে পেলে বুঝবেন আপনার লেখাটি জমা পড়েছে। আলাদাভাবে কোনও লেখার প্রাপ্তি স্বীকার করা হবে না।
৪. কবিতার ক্ষেত্রে শব্দ সংখ্যার কোনও সীমা নেই। গল্পের ক্ষেত্রে শব্দ সংখ্যার সীমা: ২০০০ (১০% ছাড় দেওয়া হবে), অর্থাৎ ২২০০ শব্দের বেশি কোনও গল্প প্রতিযোগিতার জন্য বিবেচ্য নয়।
৫. লেখালিখি সম্পাদকমণ্ডলীর বিচারে সেরা লেখা/লেখাগুলিকে পুরস্কৃত করা হবে। পুরস্কার মূল্য কবিতা ও গল্পের ক্ষেত্রে একই। সম্পাদকমণ্ডলী মনে করলে শুধু কবিতাকে (এক বা একাধিক), কিম্বা শুধু গল্পকে (এক বা একাধিক) অথবা উভয়কেই পুরস্কৃত করতে পারে। এ বিষয়ে সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।
৬. যেহেতু পুরস্কারের অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর মাধ্যমে দেওয়া হবে, কাজেই লেখকের ভারতীয় কোনও ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা আবশ্যিক।
৭. “দীপায়ন ২” প্রতিযোগিতার ফলাফল ১৪ই জুন, লেখালিখি ওয়েবজিনে প্রকাশিত হবে। যাঁরা লেখা পাঠাবেন, তাঁরা এই সময়ের মধ্যে সেই লেখা অন্যত্র পাঠাবেন না, কারণ প্রকাশিত লেখা প্রতিযোগিতার জন্য বিবেচ্য নয়।
৮. ফর্মে অবশ্যই আপনার চালু ফোন নম্বর ও ইমেল অ্যাড্রেস দেবেন। পুরস্কারের জন্য মনোনীত হলে ইমেলের মাধ্যমে সম্পাদকমণ্ডলী আপনার সাথে যোগাযোগ করবে।
৯. প্রতিযোগিতা সংক্রান্ত কোনও প্রশ্ন বা অন্যান্য কিছু জিজ্ঞাস্য থাকলে ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেসে: lekhalikhi@sobbanglay.com