লেখক : অম্লান ভট্টাচার্য
নিজেকে ভাঙ্গুন নিজেকে গড়ুন
অম্লানটাইমসে “নিজেকে ভাঙ্গুন নিজেকে গড়ুন” এই হেডলাইন একটি ক্যাচ লাইন অবশ্যই। এই ক্যাচ লাইনের সাথে যদি লক্ষ্য করা যায় তবে দেখা যাবে, মেন্টাল হেলথের একটা গভীর সম্পর্ক আছে। প্রাগৈতিহাসিক যুগের বহু আগে থেকেই আমরা যাকে রিপু বলি, তার একটা সূত্রপাত ঘটেছিল অর্থাৎ আমাদের শত্রু হিসেবে যাদের চিহ্নিত করা হয়েছে সেই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য্য – এই সকল রিপু মনুষ্য সমাজে পাকাপাকিভাবে স্থান করে নিয়েছিল। খুব গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে, মনুষ্য জন্মের পরে শুরু থেকে এই সকল রিপু কাজ শুরু করে দেয় আর এও লক্ষ্য করা যায় যে মানসিক স্বাস্থ্যসম্মত বৈজ্ঞানিক উন্নতি রিপুর হাত থেকে মানুষকে বাঁচিয়ে রাখার প্রেরণা যোগায়। বিজ্ঞানের নব-নব উন্নতি মানুষকে বেঁচে থাকার বার্তা দেয়। পৃথিবীকেন্দ্রিক ধারণা পাল্টে যায়, কোপারনিকাসের সূর্যকেন্দ্রিক মডেল দ্বারা, এজ অফ এক্সপ্লোরেশন পৃথিবীর মানচিত্র পাল্টে দেয়, রেনেসাঁ আন্দোলন – যা সমস্ত পৃথিবীর ধ্যান-ধারণার আমূল পরিবর্তন ঘটায়। এরপর একে একে ফরাসি বিপ্লব, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, রাশিয়ান রেভেলিউশন মানুষের চিন্তা-ভাবনা ও চেতনাকে নাড়া দিয়ে যায়। বিজ্ঞানের ক্ষেত্রে ভৌতবিজ্ঞান থেকে থিওরি অব রিলেটিভিটি, চিত্রশিল্পের ক্ষেত্রে এজ ওব রেনেসাঁর দা-ভিঞ্চি, মাইকেল এঞ্জেলো, রাফায়েল, বত্তিচেল্লী, টিশিয়ান থেকে পাবলো পিকাসো, কাব্য সাহিত্যে শেক্সপিয়ার, ভিক্টোরিয়ান এজ থেকে রোমান্টিক পিরিয়ডের ভুবন বিখ্যাত ইংরেজি কাব্য-সাহিত্য, চলচ্চিত্রে গ্রিফিথ থেকে আইজেনস্টান হয়ে নিউ এজ সিনেমা, নাটকের ক্ষেত্রে স্ট্যানিসলাভস্কি থেকে ব্রেখট হয়ে মর্ডান থিয়েটার ইত্যাদি, সামাজিক ক্ষেত্রে এজ অব রিফরমেশন, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, ইংল্যান্ডের ইনডাস্ট্রিয়াল রেভেলিউশন, দর্শনের ক্ষেত্রে কান্ট হেগেল মার্ক্স এঙ্গেলস। এ ছাড়াও চিকিৎসাবিজ্ঞান, মনোবিজ্ঞানের নব নব আবিষ্কার সর্ব ক্ষেত্রে মানুষের মনের সীমা ভেঙে চুরে দেয়, নতুন নতুন সীমানা তৈরি হয় আবার সীমানা ভাঙ্গে এবং নতুন সীমানা তৈরি হয়। মানুষ এতদিনকার কূপমুন্ডকতার হাত থেকে মুক্তি পায়, সে নতুন নতুন স্বপ্ন দেখতে শুরু করে। মানুষের শত্রু তথা রিপু এই লড়াইতে ক্রমশ পিছিয়ে পড়তে থাকে এবং জাতপাত, ধর্ম নির্বিশেষে এক নতুন মানুষ মানসিক আর্থিক সামাজিক ভাবে গড়ে ওঠে এই সমাজে এবং এই লড়াই এখনো চলছে ও চলবে।
অম্লানটাইমস,কলকাতা।
লেখক পরিচিতি : অম্লান ভট্টাচার্য
জন্ম ২৫ ডিসেম্বর ১৯৫৭, কলকাতা। স্কুল - ঢাকুরিয়া রামচন্দ্র হাইস্কুল, কলেজ - সেন্টপলস, বিজ্ঞান বিভাগে স্নাতক, কলা বিভাগে স্পেশাল স্নাতক, কারিগরি শিক্ষা, কম্পিউটার ডিপ্লোমা ও টেগোর রিসার্চ ইনস্টিটিউটে শিক্ষা গ্রহণ, কেন্দ্রীয় সরকারি চাকরি অবশেষে ৩১ ডিসেম্বর ২০১৭ অবসর। এযাবৎ তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত, মূলত কবিতা প্রাধান্য পেয়েছে লেখালেখিতে এবং এই সূত্রে চতুর্থ কাব্যগ্রন্থের প্রকাশ।