হায়, স্বাধীনতা
কবি: দিবাকর মণ্ডল
অঘ্রাণের ঘ্রাণ নেই।
মানুষ পশুর চেয়ে আরো ঢের হিংস্র,
আদিমতার চেয়েও নগ্ন।
গাঁ-গুলি উজাড় হ’ল
প্রেতযোনি ভর করা রাজনীতির যাঁতাকলে।
কলিরামের ঢোলে ‘ডুম্’…
বুক কাঁপলো চা বাগিচায়,
হকারের স্বপ্ন আর কৃষকের বাসনা
চাপা পড়ে গেল কংক্রিটের দেওয়ালে।…