সন্ধ্যা
লেখক : অর্ঘ্যদীপ চক্রবর্তী
সূর্য বসছে পাটে।
দিনের বিদায় অনুষ্ঠানে-
মেঘেরা সিঁদুর খেলায় মাতছে,
তাই আকাশ রাঙিয়ে উঠছে।
পাখিরা বাসায় ফিরছে,
একক ভাবে নয়ত দলগত ভাবে,
কেউবা দল ছেড়ে ছন্নছাড়া হয়ে।
হালকা বাতাস উপহার দিয়ে সন্ধ্যা এগিয়ে আসছে।
দীঘির পাশের …