প্রতিক্রিয়া
লেখক : প্রভঞ্জন ঘোষ
যার ধনে ধনী-
হাতে হীরে দেখাই
পাতে দেখাই কাবাব,কস্তুরী
মাঠে তুলি সাধের মিনার,
শক্তির বাহাদুরিবলে
ঊর্ধ্বে অস্ত্র উৎক্ষেপণ করি, –
সে আজ উপেক্ষিত,কুপিত
ওজোনের স্তর ফুটো ক’রে
সে সূর্যালোককে করি নিয়ত উদ্ভ্রান্ত!
যার গর্বে গর্বী
অঙ্গের …