খুকি
লেখক : সৌরভ মাহাতো
কারা যেন ডাক দিল ওই
আম পাড়তে চল
পাড়ার যত ছেলেরা সব
করছে বিনোদন।
আমি যাবো মা বললেই খুকি,
তুই তো এখন ছোট।
বাজার থেকে এনে দেবে বাবা,
একটু সবুর করো।
লেখক পরিচিতি : সৌরভ মাহাতো…
কারা যেন ডাক দিল ওই
আম পাড়তে চল
পাড়ার যত ছেলেরা সব
করছে বিনোদন।
আমি যাবো মা বললেই খুকি,
তুই তো এখন ছোট।
বাজার থেকে এনে দেবে বাবা,
একটু সবুর করো।
লেখক পরিচিতি : সৌরভ মাহাতো…
স্বাতী নক্ষত্রের জল ঝরে পড়ছে
হরিৎবর্ণ হয়ে উঠছে প্রতিটি শস্যপ্রান্তর
আকাশের আয়নায় বিচ্ছুরিত আভরণ।
স্বাতী নক্ষত্রের জল ঝরে পড়ছে
রত্নগর্ভ হয়ে উঠছে আসমুদ্রসৈকত
ঝিনুকের বুক চেরা সুডৌল মুক্তো!
সে এক পক্ষী নৈসর্গিক কুয়াশার
ঊর্ধ অঞ্চলে বারি …
তোমাকে আর সতর্ক করবো না
তোমার অন্তর ও কান মহর আচ্ছাদিত।
চোখে আবরণ। তুমি আজ কিছুই দেখছো না!
আমি আর তোমার কাছে বিশ্বাসী হতে চাই না
তোমার চলে যাওয়া দেখে অবাক হয়েছি
পরিহাসের পরিণামে অবাধ্য ঘুরে …
আমি ঘুড়ি
তোমার আকাশেই উড়ি।
দূর-দূরান্তে যাই
তোমার গান গাই।
মাথা দুলে দুলে চলি
তবু তোমার টানে ফিরি।
সুতা কেটে দেয় যদি শালিকের দলে
আমার ঠাঁই বাঁশবনের ভাগাড়ে।
যতই উপরে যাই,
নিয়ন্ত্রণ তোমার হাতেতেই রয়।
ছুটে …
যেতে হবে অনেক দূর,
বাধা পিছু ছাড়ছে না।
বাধা ভেঙ্গে এগিয়ে যাই,
বাধার তো শেষ পাই না।
সব পেরিয়ে সফল হব,
কারো বাধা মানবো না।
সবাই তখন বাহ বাহ দিবে,
বাধা তখন থাকবে না।
লেখক …
ওরা প্রাণপণে ভালবেসেছিল,
উত্তাপ নিয়েছিল বুক ভরে।
শরীরে শরীর মিলেছিল, শুধু
মেলেনি ঈশ্বর। তাই,
হিমঘরে বাসর পেতেছিল।
মেরুদন্ড খোঁজেনি মেরু,
ওরা আগুন হাতে
আঁধারে পথ হেঁটেছিল।
অন্ধ কুঠুরিতে একদিন,
তারা ভরা রাতে
মৃত্যু আলো জ্বেলেছিল।
বুকে …
এসো গো মোর প্রাণবিলাসী এসে আমার প্রাণটা জুড়িয়ে দাও।
পারলে নিয়ে চলো তোমার মনের সুদূর প্রান্তে,
ঘুমের অঘোরে ঘুমোবো দুজন স্বপ্নে দেখিবে তোরে।
এইভাবে স্বপ্ন দেখিয়ে আমাকে চোরের মতো চুরি করে নিচ্ছো কেন?
কেন আমার ঘুমটাকে
আর সকলি গেছে-
রিক্সো থেকে রিক্সো চাকা
ঘাট হয়েছে শূণ্য ফাঁকা
আকাশ থেকে সরে গেল
সেই যে চিত্রলেখা!- – –
শাখার পাখি উড়ে গেছে
কোন অজানার মাঝে।
চাকের থেকে মধুমক্ষী
কোথায় উড়ে গেল
দোরের থেকে দুরাত্মীয়…
ইচ্ছে তব হাতটি তোমার ধরে
শেষ বিকেলে হাঁটব আমি চিত্রা নদীর পাড়ে।
নিশি রাতে তোমার সনে কইবো মনের কথা,
ভাগাভাগি করবো মোদের আছে যত ব্যথা।
চাঁদনী রাতে জোছনা ঝরে ধুসর পৃথিবীতে,
আমি শুধু চেয়ে রবো তোমার …
সমুদ্রে নেমেই দেখি একটা জলপাখি
আমার প্রতীক্ষায় সে হাঁটু পানিতে নেমেছিল।
আমিও ডুব দিয়ে পানির তলে তাকে টেনে ধরি
তখন সে হাঁসফাঁস করে
আচঞ্চল নৃত্য বয়ে যায়, ঝড় হয়।
সাগর জলে প্রজাপতি সাঁতরে বেড়ায়
সলিল সৌরভে …
এক টুকরো সাদা কাপড় দেবেন ধর্মাবতার
এর বেশি কিছু চাই না।
আর চাইবোই বা কি মুখে
মধ্যবিত্ত আমি, আপনারা দিয়েছেন অনেক
রেশনে মোটা চাল, মাঝে মধ্যে গম
পেটে ভাতে বাঁচিয়ে রেখেছেন, কু গাইতে পারি?
গ্যাসেতে ভর্তুকি দেন, …
সরকার ঠিক থাকলে সবকিছু ঠিক
সংসার থেকে সীমানা,
সরকার ঠিক থাকলে শহর ঠিক
শহরতলি, পাড়াগাঁ।
সরকার ঠিক থাকলে
বিদ্যুৎ বিন্যাস শূন্য দিয়ে হতে পারে
কিংবা ভূতল-
সুবিন্যস্ত হতে পারে মনোরেল।
সরকার ঠিক থাকলে
গুম্ হওয়া যেতে …