এই বৃষ্টিস্নাত রাত
লেখক : দেবজিত ঘোষ
এই বৃষ্টিস্নাত রাত্রির প্রত্যেকটা মুহূর্তে
ধুয়ে মুছে সাফ হয়ে যাক
আমাদের যত ঘৃণার ভাবনারা।
এই কঠিন সময়ের দমবন্ধ আবহাওয়ায়
আমরা হয়ে উঠি একে অপরের অক্সিজেন
আর এগিয়ে যাই এক পারস্পরিক সহযোগিতাময়
মুহূর্তের সৃষ্টির দিকে।
আদিম প্রবৃত্তির …