সত্যের পথ মিথ্যার পথ
লেখক : অর্ঘ্যদীপ চক্রবর্তী
অনেক কঠিন সত্যের পথে থাকা,
অনেক সহজ মিথ্যার পথে থাকা।
সত্যের পথে সবাই থাকতে পারে না,
যারা পারে তারাই পায় ভগবানের ভালোবাসা।
মিথ্যার পথে থাকলে সুখ দু’দিনের,
সত্যের পথে থাকলে সুখ চিরদিনের।
মিথ্যার পথে যে থাকে …