রূপকথা
লেখক : ড. মিতালি চক্রবর্তী
আমারও একজন মেঘবালিকা আছে, আছে মুঠি ভরা আমের কুশী।
তবুও ধূ-ধূ মাঠঘাট, বালুচরের কাশফুল, আমাকে দোলা দেয় না, তেমন।
হুস করে ভেসে আসা মেঘবালিকা,
সজনে ফুলের সাদা রং খুব ভালবাসে।
আমার প্রিয় নীল অপরাজিতা, ওর …
আমারও একজন মেঘবালিকা আছে, আছে মুঠি ভরা আমের কুশী।
তবুও ধূ-ধূ মাঠঘাট, বালুচরের কাশফুল, আমাকে দোলা দেয় না, তেমন।
হুস করে ভেসে আসা মেঘবালিকা,
সজনে ফুলের সাদা রং খুব ভালবাসে।
আমার প্রিয় নীল অপরাজিতা, ওর …
যার থেকে চাওয়া হয়
যাকে কেন্দ্র করে চাওয়া হয়
সে ভিন্ন, গোটা পৃথিবী যেন নতজানু হতে প্রস্তুত থাকে।।
অথচ এই বৃত্ত তো আমরা চাইনি
এক ক্ষুদ্র বিন্দুর কাছাকাছি পৌঁছতে চেয়েছি দীর্ঘকাল
অথচ সেই বিন্দু অধরা …
পরের জন্মে আমি মাটি হব
তুমি হইও শিউলি ফুল,
অকারণেই আমার কাছে ঝরে পরবে
মেনে নেবে আমার সব ভুল!
পরের জন্মে আমি নদী হব
তুমি হইও ছোট্ট ডিঙি নৌকা
তুমি না চাইতেও আমার কাছে আসবে,
তোমায় …
এই ঐক্যপূর্ণ ভারতে এখনও তো আছে বৈষম্য।
উঁচু জাত নিচু জাতের
এখনও তো আছে পার্থক্য।।
শিশু তো সবই সমান-
কে ধনী কে গরিব
স্কুল কলেজের পোষাকে তো
নেই তার প্রমাণ।।
তবে শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে
বারংবার বাজে …
আমার চোখের পিছনে সে দাঁড়িয়ে ছিল,
বুঝতে পারলাম না কেন সেই দিন আমায়
উল্টো করে দাঁড় করিয়ে পিছনে লাথি মারা হ’ল,
আমি কিছুমাত্র জিজ্ঞেস করতে পারিনি
কারণ আমি ছিলাম একটা মৃতদেহ
তাছাড়া আর কিছুই নয়,
যে …
সকাল থেকে আকাশ জুড়ে রয়েছে মেঘ
তবুও ঝরছেনা বৃষ্টি মাটির ওপরে।
সকলে রয়েছি তারই অপেক্ষায়
তাই হয়ত খেলছে লুকোচুরি আমাদের সাথেই
চাষীরা মুখ চেয়ে তাকিয়ে আছে আকাশের দিকেই-
তাও কেন দেখা দিচ্ছে না বৃষ্টি তাদেরকে ?
ভাবলে …
নিঙাড়িয়া নীল শাড়ি আর আসে না কেউ
ভাসিয়ে নিয়েছে তারে সময়ের ঢেউ
বকের পাখায় আলো আজও কি লুকায়
কোনও আঁখি তার তরে তৃষিত কি হয়
হেলে পড়া বট সে কি কোনও নদী কূলে
কারও পথ চেয়ে …
পথিকের তাড়া থাকে,
সাগরের তাড়া থাকে,
শুধু তাড়া নেই আমার।
মুঠো ভরা সময় নিয়ে বসে আছি
তুমি আসবে বলে-
আমার অবরুদ্ধ প্রতীক্ষার প্রহরগুলো, বুড়িয়ে যায় না হতাশায়,
খুঁড়িয়ে চলে না, না পাওয়ায়।
তোমার জন্য প্রতীক্ষা …
চোখে রেখে চোখ, মনে যাকে ধরে,
সে তো শুধু ভাল লাগা,
কলি থেকে ফোটা ফুলের কাছে
অলির গান গাওয়া!
পাতার ওপর ঝুঁকে প’ড়ে ফুল
অথবা সূর্যের আদর-
আকাশের বুকে রবির আলো-
জড়িয়ে সুখের চাদর,
প্রেম নয়, …
১.
রোদ থেকে নিজেকে ফেলে দিই ছায়া
বাতিল প্রহরার নীচে আশাহত।
কাঠের পাখির মতো জাড্য বেহায়া
যেন সেই স্থির চেয়ে থাকি অবিরত।
স্খলিত কাঠামোয় উঠে আসে জল
নদীর বালিতে লেখা সেই নাম।
তোমায় দেবীজ্ঞানে চেয়েছি …
অস্পষ্ট শাঁখের শব্দ
ঠিকানা বিভ্রান্তির
আর বিলুপ্ত শীতের সকালের বিশুদ্ধ গাঁদাফুলের গন্ধ
রথের আবিষ্কার তবু অস্পষ্ট একটা পাদানি…
অবশেষে টগরফুলের পরিচয়ে
ক্লান্ত শঙ্খের নিজস্ব কবিতা
সমস্ত সোনালি ডানার শব্দ তোর জন্য, রঞ্জন।
লেখক পরিচিতি : পার্থ …
আজও সুমনা’র জন্য অপেক্ষা করে তমাল।
দীর্ঘশ্বাস আর হতাশা ওকে ঘুমোতে দেয় না। আকাশের সমস্ত ঘন কালো মেঘ জড়ো হয়েছে যেন কোনও এক গভীর চক্রান্তের অভিপ্রায়ে, তমালের ব্যথাতুর হৃদয়ের এক কোণে।
একাকিত্বের কুহেলিকাময় নিঃসঙ্গ দ্বীপের মতোই …