ভালোবাসার রাতদিন
লেখক : সৌরভ দেববর্মণ
গোলাপ
আমার মধ্যে কী পায় কে জানে!
গো লাফ দেয় শিং উঁচিয়ে
ভক্ত নই যে, ভগবতী বুঝি
বাঁচার শখ দেবে ঘুচিয়ে
তোমরা যখন গোলাপ পাচ্ছ
কাঁটাও রাংতা মোড়ানো
আমার কানে রূদ্ধ সংগীত
হতাশ হয়োনা জোর আনো…
গোলাপ
আমার মধ্যে কী পায় কে জানে!
গো লাফ দেয় শিং উঁচিয়ে
ভক্ত নই যে, ভগবতী বুঝি
বাঁচার শখ দেবে ঘুচিয়ে
তোমরা যখন গোলাপ পাচ্ছ
কাঁটাও রাংতা মোড়ানো
আমার কানে রূদ্ধ সংগীত
হতাশ হয়োনা জোর আনো…
তোমার হেঁটে ফিরে যাওয়া দেখলে
আমার কর্ণিয়া ঝাপসা হয়
ওরা বলে ভন্ডামী
তোমার সবুজে ঘেরা দৃষ্টিতে ভিজে গেলে
আমার অনামিকা অস্থির হয়ে ওঠে
ওরা বলে ন্যাকামী
স্পর্শ না কী সস্তা এখন
এই মৃগয়া-নগরে..
সম্পর্কের ব্যস্তানুপাতে উত্তাল …
আমার আর কিচ্ছু নেই হারিয়ে যাওয়ার অভ্যেসটুকু ছাড়া,
ফিরে আসার ডাক এলেই হারিয়ে যেতে ইচ্ছে হয়, যাতে ফিরতে না হয়।
আমার আর কিচ্ছু নেই আপনজনের বুকের ওমটুকু জাপটে ধরে রাখার অভ্যেসটুকু ছাড়া।
যখন হাত ছেড়ে চলে যেতে …
কতটা সরে যাওয়ার পর
ঝাপসা লাগে ফিরতে,
কতটা ভেঙে ফেলার পর
সময় গড়ায় জুড়তে।
কতটা অভিমানের পর
শব্দরা সব স্মৃতি,
ফল্গু কতটা তলায় গেলে
উচ্ছ্বাসে পলি বিস্মৃতি।
কতটা রক্তক্ষরণের পর
আজও মানুষ কাঁদে,
কান্না ফুরোলে কখন মানুষ,…
শূন্য যে আজ লেখার খাতা
শব্দ গুলো হারিয়ে গেছে ,
কথার ভিড়ে অর্থ খুঁজি
পদ্য যেন কোন বিস্মৃতি,
সঞ্চয়িতাটা রয়েছে পড়ে
গীতবিতান এর গীত বুঝিনে ,
জীবন বুঝি আমায় পেল
মনের রসদ আর পাইনে ,…
তোমার অস্তিত্বের এক একটি সত্ত্বায় আমার অধিকার
তোমার মৃত্যুতেও আমার অধিকার।
তুমি বেঁচে আছো তোমার নিজস্ব শরীরে
শুধু এতটুকুই তোমার অধিকার
যখন ভুলতে বসেছিলাম নিজেকে
সেই চোরাবালি থেকে টেনে তুলেছো আমাকে
আমার হৃদয়ের নক্ষত্র তুমি
তোমার …
আবার একবার লাল শাড়িতে দেখতে চাই তোমায়,
নাহ্! এই শাড়িটা নয়, সেইটা।
মনে পড়ে সেই অষ্টাদশীর লাল কালো শিফন?
আমার কিন্তু দিব্যি মনে আছে।
লাল জমির ওপর কালো পাড়,
নিমেষে পুড়িয়ে করেছিল ছারখার।
ঠিক যেন, গোধূলী …
ফাগুনের আগুন লেগেছে আজি অজর পাড়া গাঁয়
দেখবে এসো সাজতে বস মা ডেকে যায় মা ডেকে যায়
কোথায় আগুন কোথায় আগুন দেখতে পারছি নাক হায়
এ আগুন, আগুন নারী রূপের লীলা, বুঝলি, বুঝলি লক্ষী সোনা…
প্রিয় দাদা আমার, জানাই তোমায় শ্রদ্ধা,
তোমার উপর কথা বলার নেই আমার স্পর্ধা।
রক্তের সম্পর্ক নেই, তবু ভাবি তোমায় দাদা,
নির্মল মনটা তোমার দুধের মতই সাদা।
পরাজয়কে জয় করা তুমি এক বীর,
যেমন সবার সেরা মিষ্টি হল …
বছর ঘুরে বছর এল,
মা যে আমার কোথায় গেল?
চোখের জল শুকিয়ে গেল।
বোবা চাহনি রয়েই গেল।
মা কি কখনো ছেড়ে যায়?
অপেক্ষায় সন্তান রয়।
আবার কবে আসবে তুমি মা?
বাবা কে নিয়ে থাকবে তুমি,
জেগে …
যাই বললেই মেঘে যায় ভাসা
চাই বললেই পাওয়া,
হাত বাড়ালেই অসীম আকাশ
সুর মানে গান গাওয়া।
একলা মানেই উদাস দুপুর
খ্যাপা কোকিলের গান,
দুষ্টুমি মানে আল ক্ষেত ধরে
সীমানার সন্ধান।
ভাললাগা মানে চতুর্দশীর
সলাজ অরুণ হাসি,…
ভীষণ ইচ্ছে করে তোমাকে অবাক করে দিতে।
ভাবছ, এ কেমন কথা!
সামাজিক সুখে নাই যদি ফিরি
প্রাপ্তির কনক অভ্যেস তবু ডাকবেই
নারকেল ফুলের ঝরে পড়ায়।
পদ্মবনে আসা ভোমরার
না শোনা গানের মতোই –
মাছেরা খুঁটে …