ভিক্ষুকের জীবিকা পরিবর্তন
লেখক : অমিতাভ প্রামাণিক
আমি শিয়ালদহ মেন শাখার নিত্যযাত্রী, গত পনের বছর ধরে চাকুরীর সূত্রে ঐ লাইনের ট্রেনে যাতায়াত করছি। ট্রেনের বেশকিছু নিত্যযাত্রী, হকার, এমনকি ভিক্ষুকদেরও মুখ চেনা হয়ে গিয়েছে আমার। ভিক্ষুকদের মধ্যে একজন ছিল মাধাই, পনের-ষোল বছর বয়স থেকে …

