গীতাঞ্জলি এক্সপ্রেস
লেখক : অর্দ্ধেন্দু গায়েন
তুহিন বাবু মেদিনীপুরের একটি কলেজে পার্ট টাইম পড়াতেন। বেশ কয়েকদিন হলো তিনি বীরভূমের লাভপুরের কোনও একটি নতুন কলেজে পার্মানেন্ট অধ্যাপক হিসাবে যোগ দিয়েছেন। কিন্তু বিধাতার একি পরিহাস! তাঁর স্ত্রীর ক্যান্সার ধরা পড়ায় তিনি কিছুটা বিমূঢ়, চিন্তিত। …