দেখা হবে কবিতা
লেখক : অভীক সিংহ
অনাবিল মৃত্যুর অন্তরালে কবিতা,
কথা দিলাম তোমায়,
দেখা হবে একদিন জন্মমৃত্যুর সীমায়।
পশমিত যেথা জীবনজ্বালা, নিশ্চুপে ঘুমোয় দুঃখবেদন,
গোধূলির প্রহেলিকা সরায়ে নবচন্দ্রিমা তোলে অবগুণ্ঠন,
দিনক্লান্ত রবি অস্তপ্রায়, নিশীথকাল প্রতীক্ষায়,
যেথা আলো-আঁধারির সীমান্তে দিবারাত্রির গান,
ফুরায়ে আসে …