অজেয়
লেখক : অভীক সিংহ
রাত্রি যেথায় ধরিল ঘিরিয়া, অমানিশার কালো,
মনের মাঝারে প্রজ্বলিত বিজয়শিখার আলো ।
নীরবে সহিনু যাতনা যত বিশ্ব দিল মোরে,
আহত সত্তা সগর্বচিতে দাঁড়ায় উচ্চশিরে ।
দুঃখ-জ্বালার প্রহেলিকাঘেরা ভয়ের অন্ধকারা,
যুঝিয়া তাদের দলন করিনু, চিত্ত শঙ্কাহারা ।…