ফিরে দেখা ১৪৩১

সম্পাদক: রুবাই শুভজিৎ ঘোষ

আজ ১৪৩১ বঙ্গাব্দের শেষ দিন। পুরনো বছরকে বিদায় জানাতে গিয়ে পুরনো বছরের অনেক কথা মনে পড়ে গেল। স্মৃতিতে উঠে এল ১৪৩১ বঙ্গাব্দের আমাদের কর্মকাণ্ডগুলো। আজকের দিনে তাই ফিরে দেখতে বসেছি ১৪৩১ বঙ্গাব্দের সববাংলায় লেখালিখি।

গত বছরে বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে গেছি আমরা। অবশ্য এটাও ঠিক যে চলার পথে পরিবর্তনটাই শুধু পরিবর্তনহীন থাকে। দিন দিন লেখকের লেখনীতে আর পাঠকের ভালোবাসায় লেখালিখির পরিসর বেড়েছে। তাই প্রয়োজন হয়েছে আরও মানুষের। সেই প্রয়োজনেই সববাংলায় লেখালিখি সাইটের চতুর্থ জন্মদিনে সম্পাদনার হাতবদল ঘটে। সাইটের সম্পাদক রাজীব চক্রবর্তী সম্পাদনার ভার তুলে দেন সাইটের অন্য সম্পাদক অর্পিতার হাতে। রাজীবদা যাতে সববাংলায় লেখালিখি ওয়েবজিনের সম্পাদনার কাজ আরও ভালোভাবে করতে পারে, তাই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সম্পাদনার এই হাতবদলের কথা এবং দুই সম্পাদকের অভিজ্ঞতা ও পরিকল্পনা নিয়ে আলোচনা, রাজীবদা এবং অর্পিতার মুখেই শুনে নিন এই ভিডিওতে https://youtu.be/ZKHLYSOFSRs

তবে ২০২৫ ইংরেজি নববর্ষের শুরুতেই সম্পাদকদের বদল হয় আবার। না! এবারে নতুন কোন সম্পাদক, পুরনো সম্পাদকদের জায়গায় আসেনি। এই সময় থেকে তৈরি হয় সম্পাদকমণ্ডলী। এখন আর আলাদা করে সাইটের সম্পাদক বা ওয়েবজিনের সম্পাদক রইল না। সম্পাদকমণ্ডলীর কাজ হবে সামগ্রিক সববাংলায় লেখালিখির সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করা। আমিও এই সম্পাদকমণ্ডলীর একজন সদস্য হওয়ার সৌভাগ্য লাভ করি।

শুধু সম্পাদকমণ্ডলীই নয়, সংগঠনের পৃষ্ঠপোষকতার বাইরেও রয়েছে এক পাঠক এবং লেখকদের সুবৃহৎ জনগোষ্ঠী। তাঁদের সার্বিক অংশগ্রহণেই এগিয়ে চলেছে লেখালিখি। ‘মুক্ত চিন্তার উন্মুক্ত মাধ্যম’ – এ তো শুধু আমাদের ট্যাগ লাইন নয়, এক বিশ্বাসের প্রতিফলন। আমরা বিশ্বাস করি প্রতিটা মানুষের নিজস্ব একটা চিন্তার পরিসর আছে এবং সেই চিন্তা বিকাশের জন্য প্রয়োজন একটা মুক্ত আঙিনা। সববাংলায় লেখালিখি হল সেই আঙিনা। এই বিশ্বাসের হাত ধরেই বিগত বছরে নানা ধরণের লেখায় ভরে উঠেছে সববাংলায় লেখালেখি সাইট এবং ওয়েবজিন। তার ফলেই গত কয়েক বছরে বাংলা ভাষা চর্চার সামগ্রিক এক ক্ষেত্র সৃষ্টিতে আমরা সক্ষম হয়েছি।

বিগত বছরে সববাংলায় লেখালিখি সাইটে এবং ওয়েবজিনে লেখা জমা নেওয়া সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন করা হয়েছে। এর আগে সববাংলায় লেখালিখি সাইটে অপ্রকাশিত বা অন্যত্র প্রকাশিত উভয় লেখাই লেখকেরা জমা দিতে পারতেন। তবে বর্তমানে শুধুমাত্র অপ্রকাশিত লেখাই জমা নেওয়া হচ্ছে। এছাড়াও পূর্বে ওয়েবজিনের জন্য আলাদাভাবে লেখা পাঠাতে হত। বর্তমানে সাইটে প্রকাশিত লেখাগুলো থেকেই সম্পাদকমণ্ডলী দ্বারা মনোনীত লেখা নিয়ে সববাংলায় লেখালিখি ওয়েবজিন প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ সববাংলায় লেখালিখি ওয়েবজিনে লেখা প্রকাশিত হওয়ার আবশ্যিক শর্তই হল সেই লেখা প্রথমে সববাংলায় লেখালিখি সাইটে প্রকাশিত হতে হবে।

বিগত বছরে সববাংলায় লেখালিখি নিয়ে এসেছে সমস্ত লেখকদের জন্য এক বিশেষ পুরস্কার – “দীপায়ন”। প্রয়াত দীপঙ্কর চট্টোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে তাঁর সুযোগ্য পুত্র অরিত্র চট্টোপাধ্যায় “দীপায়ন” পুরস্কার চালু করেছেন। ইতিমধ্যেই বেশ কিছু লেখককে “দীপায়ন ১” পুরস্কারে সম্মানিত করার পাশাপাশি তাঁদের লেখাগুলো সববাংলায় লেখালিখি ওয়েবজিন নববর্ষ সংখ্যা ১৪৩২ -এ প্রকাশ করা হয়েছে। তাছাড়া “দীপায়ন ২” পুরস্কারের ঘোষণাও করা হয়েছে।

এই সমস্ত কিছু সম্ভব হয়েছে সকলের সহযোগিতায়। এ তো গেল সববাংলায় লেখালিখির কথা। এর সাথে সববাংলায় প্রতিষ্ঠানের কথা না বললে এই লেখা অসম্পূর্ণ রয়ে যাবে। বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির উৎকর্ষ সাধনের লক্ষ্যে আমরা প্রতিষ্ঠা করেছিলাম সববাংলায় ওয়েবসাইট। সাধারণ ছাত্রছাত্রী থেকে গবেষণারত অধ্যাপক পর্যন্ত সকলেই এই ওয়েবসাইট পড়ে নিয়মিত উপকৃত হচ্ছেন। পাশাপাশি যারা তথ্যচিত্র দেখতে ভালবাসেন অথবা তথ্য পড়ার বদলে শুনতে ভালবাসেন অথবা বাংলা ভাষা পড়তে না পারলেও বুঝতে পারেন তাদের জন্য তৈরি করেছি তথ্যচিত্রের ভাণ্ডার। আমাদের সাধ্যের মধ্যে বাঙালির কর্মসংস্থান করে চলেছি। বাংলায় কন্টেন্ট রাইটিং শেখানোর ব্যবস্থা করেছি, যা থেকে আজও ছাত্রছাত্রীরা উপকৃত হয়ে চলেছে। তবে এ সমস্তই অনেক পুরনো কথা। এগুলোর পাশাপাশি বিগত বছরে সববাংলায় ফোরাম শুরু করেছি আমরা। বিভিন্ন মানুষের থেকে, বিশেষ করে ছাত্রছাত্রীদের থেকে আমরা নিয়মিত প্রশ্ন পেয়ে থাকি। তাঁদের জন্যই সববাংলায় ফোরাম। যেখানে এরম বিভিন্ন ধরণের প্রশ্ন বা নতুন বিষয়ে লেখার অনুরোধ করতে পারবেন। পাঠকেরা একে অন্যের সাথে প্রশ্নোত্তরের মাধ্যমে যোগাযোগ স্থাপনও করতে পারবেন। সববাংলায় ফোরাম পেজ খুলতে এখানে দেখুন – https://sobbanglay.com/sobbanglay-forum/

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। আগামী বছরেও একইভাবে আমাদের পাশে থাকুন।


কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

2 Comments

  1. Ratan Chakraborty

    বর্ষ বিদায় ক্ষণে এবং নববর্ষের আগমনীতে সকলকে শুভেচ্ছা। ছোটদের স্নেহাশিস।
    একটি চমৎকার সালতামামির জন্য রুবাইকে অভিনন্দন।তবে এই অভিনন্দন সকলকে সমভাবে বন্টনের জন্য।নতুন বছরে আমাদের অঙ্গিকার হোক,- – সবাই যেন সমবায়িক বোধে দীপ্ত হয়ে উঠি!
    রতন চক্রবর্তী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন