নববর্ষ ১৪২৯: সম্পাদকের কথা

সম্পাদক: সম্বিত শুক্লা

লেখালিখি ও সববাংলায়-এর সকল লেখক, পাঠক, কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নববর্ষের শুভেচ্ছা জানাই। সকলে ভাল থাকুন, সুস্থ থাকুন ও সর্বোপরি ভাল বাঁচুন।

আজ আবার আপনাদের মুখোমুখি হয়েছি, তবে শুধু লেখালিখি-র সম্পাদক হিসেবে নয়, সববাংলায় প্রতিষ্ঠাতা সদস্যদের একজন এবং সববাংলায় এর প্রধান কার্য নির্বাহক হিসেবেও। আসলে আজ শুধু লেখালিখি সাইটে সীমাবদ্ধ থাকব না বরং আমাদের মূল সাইট সববাংলায় নিয়েও কথা বলব।

এই নববর্ষে আমাদের sobbanglay.com পাঁচ বছর পূর্ণ করে ছয়ে পা দিল। ১৪২৪ সালের পয়লা বৈশাখে সববাংলায় ওয়েবসাইটের পথ চলা শুরু হয়েছিল। নানা প্রতিকূলতা,সীমাবদ্ধতা সত্ত্বেও গত পাঁচ বছরে আমাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটেছে। এসেছে সাহিত্যের জন্য জন্য নির্দিষ্ট ওয়েব সাইট – lekhalikhi.sobbanglay.com, এসেছে ইউটিউব চ্যানেল – youtube.com/sobbanglay যেখানে নিয়মিত তথ্য সমৃদ্ধ ভিডিওর পাশাপাশি প্রকাশিত হচ্ছে বাংলায় অডিও স্টোরি, কবিতা পাঠ ইত্যাদিও।

পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য যেমন আছে ফেসবুক পেজ – facebook.com/SobBanglay, ফেসবুক গ্রুপ – facebook.com/groups/sobbanglay তেমনই আছে টেলিগ্রাম চ্যানেল t.me/sobbanglay। টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডিন এও সববাংলায় এর উপস্থিতি আছে তবে সময়াভাবে তা নিয়মিত নয়।

এসব গেল, সববাংলায় এর বর্তমান রূপের কথা। কিছু প্রতিকূলতার কথাও বলি – একটা বড় সমস্যা অর্থনৈতিক ভারসাম্য। আমরা তিনজন প্রতিষ্ঠাতা নিয়মিত অর্থের জোগান দেওয়ার চেষ্টা করে চলেছি কিন্তু একটা সিস্টেম তখনই স্থায়ী হতে পারে যখন সেখানে অন্তত ব্যয়টুকু উঠে আসে। সেই জায়গায় আমরা অনেকটাই পিছিয়ে। কিছু তৃতীয় পক্ষের বিজ্ঞাপন সাইটে দেখানো হয় যা আমাদের নিজেদেরই বিরক্ত লাগে, পাঠকদেরও লাগার কথা। কিন্তু আমরা নাচার, সামান্য কিছু অর্থও যদি এর থেকে উঠে আসে সেই জন্যেই এই বিজ্ঞাপন। তবে যদি আমরা নিয়মিত সরাসরি বিজ্ঞাপন পাই তাহলে এই ধরণের তৃতীয় পক্ষের বিজ্ঞাপন বন্ধ করে দিতে পারি। এছাড়া অন্যান্য উপায়েও আর্থিক অবস্থা ভাল করার চেষ্টা করে চলেছি তবে সব ক্ষেত্রেই আপনাদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। কীভাবে সাহায্য করতে পারেন জানার জন্য আমাদের জরুরী আবেদনটি পড়ুন। এছাড়াও সরাসরি না হলেও পরোক্ষভাবে সাহায্য করতে পারেন আমাদের সাইটে প্রকাশিত লেখা, ইউটিউব ভিডিও, ফেসবুক পেজ ইত্যাদি সকলের মধ্যে ছড়িয়ে দিয়ে। এই নববর্ষের দিনে এটাই একটা বড় অঙ্গীকার হতে পারে যে বাংলাকে ভালবেসে সববাংলায় এর মত একটা সৎ ও কঠিন প্রচেষ্টাকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া – আশা করি আপনারা আশাহত করবেন না।

আপনাদের সহযোগিতা পেলে ভবিষ্যতে সববাংলায়কে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এবং বাংলা ভাষার জন্য আরও কনেক কিছু করা সম্ভব। সববাংলায় এর গত পাঁচ বছর এবং আগামীতে আর কী করা যেতে সেই ভবিষ্যৎ নিয়ে আমাদের নববর্ষের আড্ডা বসেছিল , সেই আড্ডা কেমন হয়েছিল দেখে নিতে পারেন নিচের ভিডিওতে। আড্ডায় আমরা শুভানুধ্যায়ীদের কাছে জানতে চেয়েছিলাম আর কী কী করা যেতে পারে, তাঁরা বিভিন্ন পরামর্শ দিয়েছেন, আপনারাও দিতে পারেন নানান পরামর্শ। আর ভবিষ্যতের আড্ডায় যোগ দিতে চাইলে তাও কমেন্ট করে জানাবেন, তাহলে পরের আড্ডাতে নিমন্ত্রণ জানাবো।

প্রকাশ – পয়লা বৈশাখ, ১৪২৯


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন