স্বাধীন আজ সূর্য

কবি: অনুকূল বিশ্বাস

অস্তমিত সূর্য আজ উদিত, নবরূপে, নব কলেবরে
রক্তনদী পবিত্র প্রবাহে কল্লোলিনী—-
ললাটে পাষানচাপা ধরিত্রী মুক্ত বাতায়নে বিহ্বলিত
মুক্ত বায়ু স্বাধীন মনে চলার অধিকারে উল্লসিত।
মৃত্যু-গরিমায় অমর বিপ্লবীরা,
পথশ্রমে বিধ্বস্ত নয় পথিক।
অত্যাচারের বিনিদ্র লেলিহান শিখা আজ চিরনিদ্রায়
সংগ্রামের পথরেখার দিননামচা বদলে গেছে রামধনু রঙে,
মাতৃভূমির জরা-দেহে পড়েছে ভালোবাসার ছোঁয়া।

স্ব-সম্মানে সোনালি ধানের শিস মুক্তায়নের খুশিতে বিভোর,
পাখিরা গায় গান নতুন ভোরের উল্লাসে—
শোষিতের কালরাত্রির অবসানে শোষকের মৃত্যুছায়া পড়ে
রক্তস্রোতের প্রবাহে শতশত শূণ্য মাতৃক্রোড়ে
অপার মহিমায় ফোটে নীলপদ্ম ;
বোবা কালা শরীরে স্বাধীন সূর্যের স্নিগ্ধতা বিরাজমান
বুলেটের ক্ষত বিলীন হয়েছে শরীরে
হৃদয়ের ক্ষত ধিক্ ধিক্ করে জ্বলে আজও।
পরাধীনতার শৃঙ্খল খুলে স্বাধীন সূর্য আনলো যাঁরা,
হে মহান বিপ্লবী—
ব্যর্থ নয় সে বলিদান ,ব্যর্থ নয় মাতৃভক্তি
কাল হতে কালান্তরে রবে অমর মনুষ্যত্বের বীজে।


ছবি: কুন্তল


লেখকের কথা: অনুকূল বিশ্বাস
জন্ম ২২শে জুন, ১৯৭৫, মালদা জেলার বামনগোলা ব্লকের রাঙ্গামাটিয়া গ্রামে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর ডিগ্রী। প্রথমে নয়মৌজা হাইস্কুলে শিক্ষকতার পেশায় যোগদান। বর্তমানে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহে শিক্ষকতার পেশায় কর্মরত। শিক্ষকতার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চায় সমান আগ্রহী। রামকৃষ্ণ মঠ ও মিশনের আদর্শে অনুপ্রাণিত। স্বামী বিবেকানন্দের ভাবধারায় বিশ্বাসী। ছাত্র জীবন থেকেই কবিতা ,গল্প ও প্রবন্ধ লেখা শুরু। ইতিমধ্যে দুটি কাব্যগ্রন্থ “উদাসীমনে” ও “রাঙামাটির পথে” এবং দুটি গল্প সংকলন “পানসি” ও “অন্তরীপে জীবন” প্রকাশিত হয়েছে।
সন্মাননা:
১। National Award :
Taranews Channel “সর্বভারতীয় শিক্ষা সম্মাননা” ২০২০
২। National Awrad :
“BEST TEACHER AWARD” 2020, in recognition of valuable contribution to the academic community and the students & literature for writing various books by INSTITUTE OF SCHOLARS (INSC), BENGALURU.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum