স্বরূপে স্বাধীনতা

কবি: গৌতম দন্ডপাট

স্বাধীনতা?
চারটে শব্দ মাত্র,
কিন্তু এর পূর্ণ ব্যাখ্যা কে পেরেছে দিতে?
জন্ম থেকে শিকল বন্দী জীবনে
পেরেছে কি কেউ তার পূর্ণ স্বাদ নিতে?

স্বাধীনতা….
কাকে বলে স্বাধীনতা?
তুমি বলবে, স্বাধীনতা হলো নিজের সিদ্ধান্তের প্রয়োগ।
হোক, তা হোক…
কিন্তু হে মানব…
যে মেঘ অঝোর ধারায় বৃষ্টি নামিয়ে ভাসিয়ে দিয়েছে গ্রাম শহর,
তুমি কি পেরেছো তোমার সিদ্ধান্তে সেই মেঘকে স্তব্ধ করে দিতে?
যখন সূর্য মৃত্তিকাকে চৌচির করার ভীষ্ম প্রতিজ্ঞায় মেতে ওঠে,
তুমি কি পেরেছো তোমার সিদ্ধান্তে সেই সূর্যকে বিরত করতে?
তুমি তা পারো না,
হে মানব, তুমি যত না স্বাধীন
তার চেয়ে বহুগুণ পরাধীন।

তুমি বলবে, এতো প্রকৃতির উত্তর,
আমি কি আর এত শক্তিধর?
তবে মানব সমাজে তুমি কতটুকু স্বাধীন?
তুমি পরাধীন তোমার আত্মীয়দের সিদ্ধান্তের কাছে,
যখন মনোমালিন্য মাথা চাড়া দেয়, তখন মানিয়ে নিলে জীবন বাঁচে।
তুমি পরাধীন তোমার সমাজের কাছে,
তুমি এত সহজে ডিঙাতে পারো না সামাজিক নিয়মের গন্ডি,
তুমি সযত্নে মেনে চল তা,
এড়াতে পারো না গন্ডি।
তুমি পরাধীন তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে,
তার আদেশ অমান্য করার সুযোগ বল কি আছে?
হে মানব, তুমি যত না স্বাধীন,
তার চেয়ে বহুগুণ পরাধীন।

তবুও সে মানব তোমার রয়েছে সূক্ষ স্বাধীনতা।
তাই মুক্তি পাওয়ার জন্য প্রবল আকুলতা।
সেই সূক্ষ স্বাধীনতায় ওপর কাউকে থাবা বসাতে দিও না।
তুমি উপভোগ করো তার স্বাদ, নিজেকে অন্যের ক্রীতদাস করো না।
তোমার সূক্ষ স্বাধীনতায় থাকা বেড়িকে ভেঙে ফেল।
তার মুক্ত দিগন্তে মুক্ত প্রশ্বাসে ছুটে চল।


ছবি: কুন্তল


লেখকের কথা: গৌতম দন্ডপাট
গৌতম দন্ডপাট কেশিয়াড়ীর এক বাসিন্দা। তিনি ২০১৯ সালে ইংরেজিতে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন। বর্তমানে চাকরির জন্য পড়াশোনা করছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum