পরাধীন স্বাধীনতা

কবি: গুরুদাস গোস্বামী

নাম মাত্র হয়েছে স্বাধীন         
         আমাদের মহান দেশটা,
স্বাধীন নামের লোকটাও পরাধীন
        দেখি শুরু থেকে শেষটা।

জাতিভেদ রয়েছে ঘিরে         
         ব্রাহ্মণ থেকে শুদ্রের মনে,
ধর্মের বিষ গগন চিড়ে         
         সাম্প্রদায়িক দাঙ্গা হানে।

স্কুলছুট অনেক ছেলেমেয়ে     
     পেটের দায়ে শিশুশ্রমিক হয়,
কেউ ভাত পায় ডাস্টবিন চাড়িয়ে       
       এতো স্বাধীনতার পরাজয়।

গরীব শিশুর ফাঁকা থালায়         
         মাছিও কিছু পায়না চেটে,
স্বাধীনতার সূর্য অস্ত যায়
         বলে, ধন্য তোদের স্বাধীনতা বটে।

স্বাধীন নারী শুনতেই ভালো     
     কাগজেকলমে পগারপার,
পৌঁছায়নি শিক্ষার আলো       
     নির্যাতিতার কী দোষ আর?

নারী নিরাপত্তা উঠেছে লাটে         
       শিশুকন্যা থেকে বৃদ্ধ শিকার,
বিবেকের সূর্য গেছে পাটে         
       পরাধীনতার স্বাধীনতাকে ধিক্কার!

কুসংস্কারে আচ্ছন্ন আজও দেশ       
       সায়েন্সকে টিটকিরি মারে,
নামেই স্বাধীন পরাধীন বিশেষ       
       দুর্নীতি সব নেতাদের ঘরে।

গণতন্ত্র মানে শুধুই ভোট       
       দেশের টাকা বাইরে থাকে,
ক্ষমতার লোভে অশুভ জোট       
       ব্যাঙ্ক লুঠেরা বিদেশে থাকে।

সংরক্ষনের সুযোগ নিয়ে    
    যোগ হয়েছে ক্ষমতার লোভ,
এই মহামারীতে দেশটা এগিয়ে     
    বালিচাপা দিচ্ছে ছাত্র বিক্ষোভ।

আত্মহনন করছে চাষি       
       শ্রমিক দিচ্ছে সঙ্গ তার,
বিক্ষুব্ধ আজ ভারতবাসী        
       চায় সূর্য আসল স্বাধীনতার।


ছবি: কুন্তল


লেখক পরিচিতি: গুরুদাস গোস্বামী
কবির নাম শ্রী গুরুদাস গোস্বামী। দুর্গাপুর সংলগ্ন জগন্নাথপুর গ্রামে ২৯শে নভেম্বর ১৯৯২ সালে কবির জন্ম। কবি মেকানিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মরত।

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন