স্বাধীনতার বিবর্তন

কবি: হাফিজুর রহমান

হে জ্বলন্ত বীর!
স্বাধীনতার সফরে ছুটন্ত শহিদ মুসাফির,
হে অবিরাম রণক্ষেত্রের যোদ্ধা!
তোমার ক্লান্তিহীন শরীর হতে চুঁইয়ে পড়া রক্ত আমি শিরে মেখে করি শ্রদ্ধা!
আজ আমাদের মাঝে তুমি নেই
স্বাধীনতার পিত্ত ফেটে স্বাধীন কলিজা ত্যক্ত হয়েছে তাই!

দেখো তোমাকে যাঁরা আজও করে অনুসরণ…
স্বাধীন ভারতে অবিরাম কেটে যায় বেঁচে থাকার সন্তরণ!
পথেঘাটে কত অনাথ শিশু প্রতিদিন অনাহারে,
জনম দুঃখিনী শতকোটি মা বৃদ্ধাশ্রমে পড়ে মরে!
গোলাম গোলাম গোলাম ছিলাম যেমন পরাধীনতায়,
বেকার বেকার বেকার হয়েছি আজকের স্বাধীনতায়!
সংবিধানের সহস্র লেখা বিক্রি হুকুমতের কাছে,
বুক ফুলিয়ে চলতে পারি না মেরুদন্ড টুটে গেছে!
জাতি ধর্মের ভেদ লাগিয়ে সিংহাসনের আরাম-আয়েশ,
জনগণ মরে ভেদাভেদ করে মহাজন খায় ক্ষীর-পায়েস!
কৃষক ভায়েরা রক্ত ঝরিয়ে সোনার ফসলে রঙ ধরায়,
দেখো সেই রঙ দিয়ে মৃত্যুর হোলি খেলছে কেমনে হায়রে হায়!
ভারত ভারত ভারতবাসীরা ব্রিটিশ শাসনে ছিল যেমন,
দলিত দলিত দলিত আমরা স্বাধীন ভারতে আছি তেমন!

হে জ্বলন্ত বীর!
স্বাধীনতার সফরে ছুটন্ত শহিদ মুসাফির,
হে অবিরাম রণক্ষেত্রের যোদ্ধা!
তোমার ক্লান্তিহীন শরীর হতে চুঁইয়ে পড়া রক্ত আমি শিরে মেখে করি শ্রদ্ধা!
আজ আমাদের মাঝে তুমি নেই
স্বাধীনতার পিত্ত ফেটে স্বাধীন কলিজা ত্যক্ত হয়েছে তাই!

আমারও তো হায় ভয় হয় বড়ো
এই বুঝি বলে ধরো আর মারো!
মুক্তি মুক্তি মুক্তি পেতে
কয়েক শতাব্দী পারে লেগে যেতে!


ছবি: কুন্তল


লেখকের কথা: হাফিজুর রহমান
ভারতের ‘পশ্চিমবঙ্গ’ রাজ্যের ‘কোচবিহার’ নামক জেলার ‘মাথাভাঙ্গা-২নং’ ব্লকের অন্তর্গত ‘ছেঁড়ামারী’ নামক প্রত্যন্ত গ্রামে ১৯৯৯ সালের ২২শে ডিসেম্বর কবির জন্ম। গ্রামে থেকে ২.৫ কি.মি. দূরে ‘পাটাকামারী রাজেন্দ্র নাথ উচ্চ বিদ্যালয়’ এ তিনি দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ে কলকাতায় চলে আসেন ভূগোল বিভাগে অনার্স নিয়ে ‘আশুতোষ কলেজ’এ পড়তে। বর্তমানে তিনি B.Sc দ্বিতীয় বর্ষের ছাত্র।
ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা তাকে খুব কম বয়সেই কলম ধরতে সাহায্য করেছে। তিনি কবিতা লেখা শুরু করেছিলেন খুব ছোট বেলা থেকেই। তবে বর্তমানে লেখালেখির প্রতি গভীর দৃষ্টিপাত করেছেন। তিনি একজন গরিব ঘরের সন্তান। মা আকলিমা বিবি গৃহবধূ এবং বাবা বজলুর রহমান মসজিদের ইমাম ও কৃষি কাজের সাথে যুক্ত। ইতিমধ্যেই বিভিন্ন পত্র পত্রিকায় কবির লেখা প্রকাশ পেয়েছে।

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum