লৌহদানব

কবি: ঋষা ভট্টাচার্য

এখনও লৌহদানবের মুখের কাছে বারুদের গন্ধ পাই। লুটিয়ে পড়া মহানগরীর দুমড়েমুচড়ে যাওয়া চেহারা মনে রেখো মহামানব। ক্লোরোফিল তৈরির কারখানা অপদেবতার জিম্মায়। পূজাহীন শিবলিঙ্গ অবমাননার কেন্দ্রে দাঁড়িয়ে।

এখন কোন ধর্মপুস্তক চুম্বন করবে?
কোন পন্ডিত বলে দেবে কোন মাস থেকে বিপদমুক্তি?
কোন জমিতে ফলবে শস্য?
আর কোন প্রযুক্তি শেখাবে ধৈর্য্য?

সোনালি তবকের মত
সব অপেক্ষা করছি সঠিক দরদামে
স্বাধীনতা কিনতে,
যার যার নিজের মতে।


ছবি: কুন্তল


লেখকের কথা: ঋষা ভট্টাচার্য
পেশাগতভাবে বেসরকারী চাকুরিজীবী হলেও দিনান্তে ঝুঁকে থাকা কবিতার ওপরেই। লেখাপত্র ছাপানো এ যাবৎ নানাবিধ লিটল ম্যাগাজিনে।এসবের পাশাপাশি রং তুলি ক্যামেরার যুগলবন্দি কবিতার রসদ যুগিয়েছে নানাভাবে। গানের চর্চা ছোটবেলা থেকেই।আধুনিক, সেমিক্লাসিকাল, নজরুলগীতি ইত্যাদি সময় কাটানোর প্রিয় সঙ্গী। তাই দিনযাপন সচরাচর অবহেলায় যায় না।

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum