তৃপ্ত ঘুঘুর ডাক
লেখক : মনোজ চ্যাটার্জী
অনেকদিন দেখিনি তোমায় তখন সেই অচেতনকাল
ঊষার তমসায় নিঃশব্দে এসে প্রতিবাদহীন ছদ্মরাক্ষস
গুটি গুটি পায়ে উঠোনে মেলা পরিশ্রমের সোনালী ধান
একটু একটু করে গ্রাস করছিল রক্তলাল সূর্য উত্তাল।
এখন আর সে দিন নেই যে শুধরে নেব …

