আমায় নূপুর করে পড়াও কন্যা দুই চরণে তোমার
লেখক : অর্ঘ্যদীপ চক্রবর্তী
আমায় নূপুর করে পড়াও কন্যা দুই চরণে তোমার
এটুকু আশা পূরণ করো সার্থক হবে জীবন আমার।
থাকতে চাই তোমার চরণে সদা
খুলোনা আমায় কখনও যেন-
ওগো জাগবে যে, আমার হৃদয়ে ব্যথা।
তোমার ও দুই কোমল চরণ …