তোমার নূপুর আলতা পায়ে চুম্বন করা
লেখক : অর্ঘ্যদীপ চক্রবর্তী
…তোমার নূপুর আলতা পায়ে চুম্বন করা,
যা সেই চুম্বনের থেকেও ভালো – লোভের বশে সোনার ঘড়াকে করা।
তোমার নূপুর আলতা পায়ের গন্ধে ডুবে যাওয়া,
যা স্বর্গের অপ্সরীদের খোঁপায় গোঁজা ফুলের সুবাসের থেকেও মায়াধরা।
তোমার নূপুর আলতা