সোহম্
লেখক : সুতপা সোঽহং
এক মুহূর্তে : কষ্টের থইথই জল; নীলাভ কিংবা কৃষ্ণনীল!
ব্রহ্মতালুর রগ যেন কেরোসিনের লন্ঠন; দপদপ দপদপ জ্বলেই যায় লাগাতার।
আটকে থাকা শ্বাস কন্ঠনালী ছোঁয় না।
হাহাকারে ভাসানো দর্শন, তত্ত্বকথা, ভবিষ্যৎ প্রজন্ম।
চোখ হয়ে ওঠে সমুদ্রের উৎসকথা!…