আমি নিজেকে দেখেছি

লেখক : অম্লান ভট্টাচার্য

আমি নিজেকে দেখেছি
তোমার মুখোমুখি হতে
রঙ তুলি দিয়ে নিখুঁত করেছি দিবারাত,
আমি দেখেছি নরকের প্রহরী
বিষধর সরীসৃপ
আমার স্বপ্নের ভগ্নস্তুপে ঘোরাফেরা করে,
খুঁটিনাটির মোহ শিকার করে
আমার ঘুমন্ত রাতে,
ঘেন্না লাগে যখন দেখি তুমি
সরীসৃপের কাটা জিভ দিয়ে আমাকে
চুম্বন করও,

দেখেছি আমি জীবন বৃত্তের ভিতর ও বাহির,
সংঘর্ষে রক্তাক্ত চেহারায়
মৃত মানুষের মুখ,
জীবন দেবতার সাথে আমার সম্পর্ক
গভীর,
তুমি শুনলেও না আকাশবাণী

তোমাকে খুঁজে বেড়াচ্ছি ধ্বংসস্তূপে
আজ এখানে তো কাল ওখানে
মাটি কাঁপছে,
তুমি ধ্বংসের বুকে মিশে আছ
আমি লাশের মিছিল ও তার গন্ধে
আমার উদগিরণ্ হয়ে চলেছে,

তবু ও আমি নিজেকে দেখছি
তোমাকে ভালোবাসতে।


লেখক পরিচিতি : অম্লান ভট্টাচার্য
অম্লান ভট্টাচার্য, জন্ম ২৫ ডিসেম্বর ১৯৫৭, কলকাতা। স্কুল - ঢাকুরিয়া রামচন্দ্র হাইস্কুল, কলেজ - সেন্টপলস, বিজ্ঞান বিভাগে স্নাতক, কলা বিভাগে স্পেশাল স্নাতক, কারিগরি শিক্ষা, কম্পিউটার ডিপ্লোমা ও টেগোর রিসার্চ ইনস্টিটিউটে শিক্ষা গ্রহণ, কেন্দ্রীয় সরকারি চাকরি অবশেষে ৩১ ডিসেম্বর ২০১৭ অবসর। এযাবৎ তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত, মূলত কবিতা প্রাধান্য পেয়েছে লেখালেখিতে এবং এই সূত্রে চতুর্থ কাব্যগ্রন্থের প্রকাশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন