কবি: রাজীব চক্রবর্ত্তী
প্রেমহীন অবয়ব
তুলেছ গড়ে দিনে দিনে সভ্যতার নামে,
জীবনের কলরব
নাগপাশে বন্দি হয়ে, হয়ত যাবে থেমে।
অশ্রুসিক্ত চোখে
সৃষ্টির প্রত্যাঘাত আনখশির বয়ে,
হাহাকার ভরা বুকে
সংক্ষুব্ধ ধরণী শুধু দেখে যাব চেয়ে।
আজ ঘরের চৌকাঠে,
যাপন সঞ্চয় ভার নিয়ে দুই হাতে
রয়েছি দুয়ার এঁটে,
পেরিয়ে যাবই একদিন সময়ের স্রোতে।
অপ্রেম বুকে নিয়ে
মৃত্যুপুরীর গান শুনিয়ো না সেই দিন,
অনেক কষ্ট সয়েও
পৃথিবীকে দিও ভালবাসা অন্তহীন।
লেখকের কথা: রাজীব চক্রবর্ত্তী
জন্ম ১৯৭০ সালের ৩০শে ডিসেম্বর, কলকাতার সিঁথিতে। পেশায় কেন্দ্রীয় সরকারী কর্মচারী। দৈনন্দিনতার ক্লান্তি কাটাতেই মূলত: কলম ধরা। বেশ কয়েকটি লিট্ল ম্যাগাজিনে লিখেছেন গল্প, কবিতা। ২০১৭ সালে প্রকাশিত “সংশ্লেষ” নামক গদ্য সংকলনে স্থান পেয়েছে তাঁর মুক্তগদ্য। ঐ একই বছরে সোনারপুর কাব্যমঞ্চ আয়োজিত স্বরচিত কবিতা প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেন তিনি। ২০১৯ সালে প্রকাশিত “অন্য গদ্য” গ্রন্থে স্থান পেয়েছে তাঁর গদ্য। জীবনের বিবিধ অনুভূতি, বাস্তবতাকে ছন্দে বাঁধার প্রয়াসে তাঁর কবিতাচর্চা।