লেখক : সৌরভ হাসান
তোমার প্রতি আমার ব্যাকুলতার জন্যে,
আমি এখন খুব নিস্তব্ধ হয়ে গেছি,
যদিও আমার ব্যাকুলতা কখনো তোমার অনুভবে আসে না!
তবুও আমার মমতার দৃষ্টি
সব-সময় তোমার প্রতি,
কিন্তু তুমি যে অভিমানে খুবই অনল!
যদিও তোমার নির্লিপ্ততা দেখে, বহুবার আমার মোহভঙ্গ হয়েছে!
তবুও অভিমানের চারপাশ ভুলে, সব সময় তোমার প্রতীক্ষায় থেকে যায়!
আচ্ছা……….!
আমার প্রতীক্ষার কিছুই কি তোমার দৃষ্টিতে আসেনা?
কৃষ্ণচূড়ার লালও কি তোমার দৃষ্টিতে আসেনা?
যা বহুকাল ধরে জমিয়ে রেখেছি তোমারই জন্যে!
আর কতকাল এভাবে প্রতীক্ষার প্রহর গুনতে হবে?
তোমারই তো কল্যাণ হতো, যদি সব অভিমানের দুয়ার খোলে ফিরে আসতে আরেকবার!
লেখক পরিচিতি : সৌরভ হাসান
নাম: সৌরভ হাসান, ঠিকানা: আদর্শ নগর, মোহনগঞ্জ, নেত্রকোনা।