ঈশ্বরের ল্যাম্পপোস্ট

লেখক : আলী ইব্রাহিম

অন্ধগলিতে তিনটি ইঁদুরের সাক্ষাত। কুকুরের নির্ভয় রাত। ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর! ছেলেবেলায় আমিও তোমার মতো এরকম একটা ল্যাম্পপোস্ট চেয়েছিলাম। পড়ার তাগিদে। কিন্তু আমাদের শহরে তখনো কোনো ল্যাম্পপোস্ট ছিল না। অন্ধঘরে বিদ্যা হাতে কত কেঁদেছি! মাঝে মধ্যে ঈশ্বরের ল্যাম্পপোস্টে অক্ষর খুঁজেছি।

আমাদের শহরে এখন ল্যাম্পপোস্ট আছে। আমাদের কোনো কিছুর অভাব নেই আর। তবু ল্যাম্পপোস্টের আলোয় কতিপয় নারী সংসার খেলে। পথশিশুরা ঘুমোয়। চোখে আমৃত্যু শান্তি। রাতে কখনো বিদ্যুৎ চলে গেলে আমি আমার ছেলেবেলা খুঁজি। তোমাকে খুঁজি। একজন দ্বিধাহীন কবি পথ চলে গন্তব্য না জেনে। ঈশ্বরকে খোঁজে।

কলকাতার ল্যাম্পপোস্টগুলো আগের মতো আর জ্বলে না। বড়বাজারে চিৎকার করে কিছু যুবক প্রতিরাতে বাঙালি হতে চায়। শাহবাগে পাখিদের ভিড়। পল্টনে ফড়িংনৃত্য। অথচ একটা ল্যাম্পপোস্টের জন্য এই শহর কতটা বিচলিত ছিল!

লোকালয়ে মাঝে মধ্যে রাতে ঘুম হয় না। আকাশ জোনাকি হয়। মানুষ প্রজাপতি হয়। ঈশ্বরের ল্যাম্পপোস্টে আমি লাশের সাথে হেঁটে বেড়াই।


লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
সহকারী সম্পাদক, দৈনিক করতোয়া, চকযাদু রোড, বগুড়া, বাংলাদেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন