লেখক : শম্পা মাহাতো
সকাল এমনিই আসে, যায়। মেনে নেওয়ার পাঠ্যক্রম সিলেবাস বহির্ভূত। শিখে যে কীভাবে ছিলাম। আর মন পাহারার পরিবর্তে একাই ছুটে ছুটে পৌঁছে গেল স্বাগতম না জানানো ঠিকানায়।
মনে পড়া উত্তম-মধ্যম বেকায়দায় ফেলছে যখন তখন। বড় রাস্তা পার হতে গেলে এখনও অবচেতনে স্পর্শ হাতড়ায় আঙুল। একা তো সেভাবে হওয়াই হল না এই করে।
শুধু সমস্ত শোক উহ্য রেখে মশগুল হল সঙ্গীত। ডানা মেলায় ভুল নেই কোনও। পুড়ে যেতে যেতে ধোঁয়াও তো সেই আকাশের দিকেই দলছুট। কী কথা যে বলব কীভাবে! বুঝি না ছাই।
এই চুপ চুরি করো, ধাওয়া! চিন্তা চিনতে চেনাতে উভয়পক্ষই চূড়ান্ত পাগলামিতে স্বাক্ষর। নিরক্ষর মৃত্যু হাতড়াতে হাতড়াতে হাতেনাতে উঠে আসছে দেশলাই। মোমবাতিতে আদর হবে বলে।
লেখক পরিচিতি : শম্পা মাহাতো
মুসাফির। চরৈবেতি, জীবনের মূল মন্ত্র
ভাল লেখা