জন্মবীজ (ফিলিস্তিনের স্মৃতি)

লেখক : সোনালী ঘোষ

এই থেকে যাওয়াটুকু সামলানো মুশকিল বড়
চারদিকে কীট ছড়িয়ে
যশের শরীরেও থকথকে পুঁজ রক্ত বিষ
মৃত‍্যুই স্বাভাবিক।
পুরোনো শহর ছিল প্রেম মোহ মায়া…
পোড়া নগ্ন গন্ধ আজ।

প্রাচীন কাগজ তো আসলেই যুদ্ধের লিপি

শিবিরে শিবিরে,
রক্তের ফুল, দেবতারা পুজো নয়, বরং মৃত‍্যু
নেয় স্বেচ্ছায় অথবা অনিবার্যতা থেকে


লেখক পরিচিতি : সোনালী ঘোষ
সোনালী ঘোষ কল‍্যাণীনিবাসী। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। স্কুলজীবন থেকে লেখায় হাতেখড়ি। এরপর বিভিন্ন পত্র-পত্রিকাতে লেখা প্রকাশ হয়েছে। "দেবদারু রোড" নামে একটি পত্রিকা সম্পাদনাও করেন। তার প্রথম কবিতার বই 'হে তথাগত', এরপর 'ধারাপাতে সম্মোহন' ও 'ছায়াপথে লঘুসংগীত' তিনটি কাব‍্য পুস্তিকা বের হয়। 'হরিণগামী মেঘ' ও 'ভেঙে দাও জন্মবীজ' পূর্ণ কাব‍্যগ্ৰন্থ, ত্রিপুরা থেকে প্রকাশিত হয়েছে 'অতিথি নিবাস' এবং সর্বশেষ গ্রন্থ 'এম্নৈ ভাইস‍্যা যাই'। পেয়েছেন "হেমপ্রভা বন্দ‍্যোপাধ‍্যায় শিল্প সাহিত্য সংস্কৃতি সম্মাননা" এবং ২০২৩ এ "ভেঙে দাও জন্মবীজ" কাব‍্য গ্ৰন্থের জন‍্য পেয়েছেন "সুবীর মন্ডল স্মৃতি পুরস্কার", পেয়েছেন 'রোদ্দুর সম্মান' ও 'দীপায়ন- ১ (দীপঙ্কর চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার)'।

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।