জন্মদিন

লেখক : শমিতকুমার দাস

সেদিন কি দিগন্তে কোন নক্ষত্র জন্ম নিয়েছিল
যার অতুল আলোর আনন্দগান আজও পৌঁছল না পৃথিবীতে
অথবা পৌঁছেছে, শুধু অযুত নক্ষত্র-মেলার পরিচয়হীনতায় ঢাকা পড়ে যায়

মাঘের নির্দ্বন্দ্ব বিকেলে যে শিশু জন্মের মাটি চিনেছিল
ঐ নিবিড় নক্ষত্রে তার পরিচয় লেখা আছে না কি
তারপর অসংখ্য নদী গতিপথ পাল্টিয়ে নিল
চারুকেশী ধারা বয়ে উদ্যমী জলে মিশে গেল কালের আখর
বিস্মিত চেতনার স্তরে স্তরে জেগে ওঠে সুমোহন অর্ধশতাব্দীর পলি
কত জন্মদিনের নব নব মাঘ পার হয়ে
নতুন নতুন আরও আলো তার ধূসর জীবনে

প্রতি জন্মে স্বপ্ন জেগে ওঠে
প্রতি জন্মে স্বপ্ন লয় পায়

নক্ষত্র থেকে ঝরে যায় পাপবিদ্ধ জল

জন্ম থেকে জন্মর নিক্কণে জন্মান্তর-ধ্বনি বেজে যায়
রৌদ্রোজ্জ্বল ভূমি থেকে মেঘের বিষাদ
রুক্ষ জমিন থেকে জলজ উদ্ভিদে
কোথাও পলকপাতে বিপর্যয়
কোথাও পড়ে পাওয়া চোদ্দআনা

অপূর্ণ এই জন্মযাত্রা অস্তিত্বের অভিষেকে ঝরে
নক্ষত্র অবিচল তার আলো প্রসারিত করে
সেই আলো, আলোপথ, অন্ধতার অভিসারে যায়
চরম ও অনাহত অন্ধকারে নিয়ে চলে জন্ম-জন্মদিন
পরম শীতল সেই ঘনায়মান দিগন্ত
ক্রমশ স্পষ্ট হয়ে আসে
তবু এ আমারই অস্তিত্ব-যাপন

যতদিন নক্ষত্র ব্ল্যাকহোল না হয়ে ওঠে


লেখক পরিচিতি : শমিতকুমার দাস
শমিতকুমার দাস - জন্ম ১৯৬৯ সালের ফেব্রুয়ারি মাসে হাওড়া জেলার হাওড়া শহরে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ.। বর্তমানে বিদ্যালয়-শিক্ষকতার সঙ্গে যুক্ত। লেখালেখির শুরু স্কুলে পড়ার সময়। লেখা প্রথম প্রকাশিত হয় বিদ্যালয় পত্রিকায়৷ পরবর্তীকালে কলেজজীবন থেকে প্রকৃত লেখালেখির শুরু। প্রকাশিত হয়েছে তিনটি কবিতার বই এবং একটি গল্পগ্রন্থ। লেখা ও পড়ার অবসরে শখ গান শোনা (মূলত রবীন্দ্রসংগীত), নাটক, আবৃত্তি করা, নাটক দেখা, খেলা দেখা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।