লেখক : সুবীর সেনগুপ্ত
দিন এসে গেল, অপেক্ষা নেই
সকলেই জানি দিন আসবেই
দিন সূচনাতে আরম্ভ কাজ
কাজ থেমে যাবে দিন অন্তেই।
বহুদিন পরে তুমি এসেছিলে
এসেছিলে এক কারণের বলে
তোমার আমার ছিল সম্মতি
আসার কারণ ছিল না তো ছলে।
বরষার ঋতু, বর্ষণ নেই
কারণ ছিল না, বলতে পারি না
তবে কি কারণ বদলেও যায়!
নিশ্চয়ই যায়, মানা কি যায় না!
উদ্রেক হলে ভীষণ ক্ষুধার
খাওয়ার কারণ গড়ে নিশ্চিত
যে কোনো খাদ্য তখন কাম্য
কারণ বদলে যাওয়া কি উচিত!
অকারণে নয় কারণ গঠন
কারণ গঠনে বিকশিত মন
যে কারণ প্রকৃতির দুর্যোগে
করতেই হয় তার অন্বেষণ।
প্রাণ গঠনের বহু প্রক্রিয়া
কী ভাবে গড়েছে, জানে কোন হিয়া!
অনুকরণেই আমরা ব্যস্ত
জানতে না পেরে থামিয়েছি ক্রিয়া।
দিন আসবেই, মানুষ জেনেছে
রচনা প্রণালী জানা হয়ে গেছে
এই প্রণালীর কে উদ্ভাবক!
সে তো নিরাকার, মানতে হয়েছে।
সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ
জোয়ার ভাটার পুনরাগমন
তন নিতে থাকে বয়সের ভার
হলে অসহ্য, ভেঙে পড়ে তন।
কারণবিহীন ঘটনা ঘটবে
এমন ভাবনা কেউ কি ভাববে!
ভাবনা স্বাধীন, ভাবতেই পারে
ভাবনা যে ভুল পরেই বুঝবে।
লেখক পরিচিতি : সুবীর সেনগুপ্ত
অবসরপ্রাপ্ত জীবন। লিখতে ভালো লাগে তাই লিখি।