মহাশয়

লেখক : মোঃ রহমত আলী

সহিলে মহাশয়,
না সহিলে কিছু নাহি শয়,
দুঃখ শয় তো সুখ নাহি শয়,
সুখ শহিলে দুঃখ নাহি রয়।
তবে সুখ সুযোগ বুঝে সরে যায়,
দুঃখ সে তো অতি আপন
সবারই সাথে সাথে কিছু তো রয়,
সুখ কহে আমি নহে,
তোমাদের অনন্তকাল।
দুঃখ সে তো তোমার হামেশা
রবে একটু একটু চিরকাল।
মহাশই কজনেই মশাই,
সুখেরই গুণ সারাকাল গাই,
তবু নীরবে নীরবে
দুঃখকে পুষে যাই।

যে যতটুকু পারে শইতে,
বিধাতা ঠিক ততটুকুই দিয়াছেন,
লিখে তার লিপিতে।
তবে মিছেই গীবত করি আমরা
সুখ আর দুঃখের,
দোষ খুঁজি না কেন ?
আমরা সবে নিজ নিজ নিজেদের,
মহাশয় হয়ে আমরা শইতে
পারি সবই,একটু একটু
সবুর করি যদি,
শইতে, শইতে, শইবে সবই,
কর্ম তরে দুই জাহানে
ইনসাফ যাই হবি,
মশয় যদি মহা নাহি শয়,
তবে বলো তাকে আর কে বা বুঝায়।


লেখক পরিচিতি : মোঃ রহমত আলী
মোঃ রহমত আলী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum