মন ছোঁয় না

লেখক : ত্রিদীপ চৌধুরী

কমলাকান্তের মনুষ্য ফল,
সুকুমারের হরেক রকম জল ,
রবি ঠাকুরের ‘পুরাতন ভৃত্য’ কেষ্টা
পারিবে না কভু বর্ণিতে এমন
যতই কর না ভাই চেষ্টা।
সত্যেন্দ্রনাথের ভোরের ছবি
জীবনানন্দের রূপশালী ধান,
জসীমউদ্দীনের ‘নক্সী কাঁথার মাঠ’
আজও সে সবার জুড়ায় পরাণ।
কবি নজরুলের ‘ঝিঙে ফুল’
মাচার উপর আজও ফুটে,
যতীন্দ্রমোহনের ‘লোহার ব্যথা’য়
চলছে হাতুড়ি মাথা ঠুকে।
নীরেন্দ্রনাথের উলঙ্গ রাজার
সাহসী বালক এখন চাই
কবি সুকান্তের আঠারো বছরের
যুবক কোথায় যে গেল হায়।
কালিদাস রায়ের চাঁদ সওদাগর
ভীরু নয়, নন তিনি কাপুরুষ
সন্ধি করতে বাধ্য হয়েছেন দেবী
জগত দেখেছে তাঁর পৌরুষ।
মাইকেল মধুসূদন বীর, মেঘনাদে
বীরশ্রেষ্ঠ যোদ্ধা ঘোষিলে,
প্রশ্ন করেছ কেমনে লক্ষ্ণণ আসি
নিকুম্ভিলা যজ্ঞগৃহে পশিলে।
বিভূতিভূষণের ‘পথের পাঁচালী’
ভুলিতে কি কভু পারি?
কাশফুলে ভরা মাঠের ধারে
অপুর প্রথম দেখা রেলগাড়ি।
শরৎচন্দ্রের ‘মেজদিদি ‘র ভালবাসা
কোথায় খুঁজে বল পাবে?
‘রামের সুমতি’তে রাম খেলে
রামের বৌদি তবেই খাবে।
আবেগের বশে কত কথা
লিখে গেলাম আমি ভাই
কবি সাহিত্যিক আছেন‌ অনেক
মন ছোঁয়ার মত আর কেহ নাই।


লেখক পরিচিতি : ত্রিদীপ চৌধুরী
প্রাক্তন প্রধান শিক্ষক (বে সরকারি বিদ্যালয় )

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা জমা দিতে ছবিতে ক্লিক করুন