লেখক : রওশন আরা মিলি
আমি নারী!
সৃষ্টিশীলতায় ঈশ্বর প্রতিমা
আমিই আড়ষ্ট সংস্কারের ভয়ে
আমি যে সমাজের অবলাতন্ত্রে আশ্রিত।
পৃথিবীর মঞ্চে শিশুর প্রথম আশ্রয় মাতৃরূপী নারী,
নারীর গর্ভেই জন্ম, তারই প্রারম্ভিক যত্নে লালিত নর শিশু!
যখন আপাদমস্তক বেড়ে যৌবনে সিদ্ধ হয়
পাড়ার মোড়ে গলির মোড়ে দাঁড়িয়ে নারী অঙ্গেের কুরুচিপূর্ণ বাক্য ছাড়ে,
লালসার মোহে আবিষ্ট হয়ে নারীকেই ধর্ষণে উপদান করে!
ধিক সমাজের উপবিষ্ট সেই নরপশুকে,
ধিক সেই ব্যভিচারী বেইমান সম্প্রদায়কে!
ভালোবাসার জন্য সে কখনও জাতি বেহায়া মাছি
আবার অত্যাচার নির্যাতনে সমাজ পতি।
শত উৎকৃষ্ট কর্মেও নারী সম্মান পায়নি যথাযথ
অবহেলিত জীবনের নকশিকাঁথা সেলাই করেই কেটে যায় পৃথিবীর নরক।
লেখক পরিচিতি : রওশন আরা মিলি
একজন গৃহিণী, একজন মা, ভাল লাগে কবিতা
কবিতার শেষ লাইনটা মনকে নাড়া দিয়ে গেল। খুব ভালো কবিতা।