রাতের মহাকাব্য

লেখক : বিশ্বরূপ দাস

বাতাসে ঝড়ের পূর্বাভাস,
ঘনিয়েছে গভীর রাত,
মেঘের অতলে চাঁদের আলো ম্লান,
তারারা দৃষ্টির আড়ালে –
অস্তিত্বের ক্ষণস্থায়ী চিহ্নের মত।
অস্থির গাছের শাখা,
প্রকৃতি বুনে চলেছে এক রহস্যময় ছন্দ।

এ রাত যেন এক গল্প
অতীতে বিস্মৃত –
যেন বহু যুগ আগে যমুনার নির্জন তীরে
রাধা অপেক্ষায় ছিল কৃষ্ণের
এমন এক রাতে;
কৃষ্ণের সুদূর বাঁশিতে ছিল দিগন্ত মগ্ন,
বাতাসে ছড়িয়েছিলো নিবিড় আকাঙ্ক্ষার সুর।
রাধার চোখে ছিল অশ্রু,
মনে তীব্র বাসনা,
বাঁশির সুরের আহ্বান
রাধার মনেও বেজে উঠেছিল তানপুরার ছন্দে
সে ছন্দ ছিল বিরহে নিমগ্ন।

এ অশান্ত রাত যেন অশোকের ছায়া
রণক্ষেত্রের ধ্বংসস্তূপে,
রক্তে রাঙা মাটিতে তার পায়ের চিহ্ন,
হৃদয়ে অনুতাপের আগুন;
এ রাত দেখেছে তার অশ্রু,
শুনেছে তার মৌন আর্তনাদ,
ধর্মের পথে ফিরে আসার কথা।

এ রাতেই যেন সুভাষ
একাকী পথে
নিঃশব্দে অদৃশ্য হয়েছিল রাতের আঁধারে,
বিদ্রোহের অগ্নিশিখা তার বক্ষে,
স্বাধীনতার অম্লান সূর্যোদয়ের প্রতীক্ষায় ছিল সে;
এ রাত লিখেছে তারও নাম কালের মহাকাব্যে।

এ রাতে লুকিয়ে আছে এমন অনেক কাহিনী,
এ রাত জানে সময়ের ইতিহাস,
কালের স্রোতে সে দেখেছে
রাজত্বের উত্থান পতন,
অহংকারের ভাঙন, হৃদয়ের অদৃশ্য ক্ষত।

এ রাত নিশীথে লেখা অতীতের পাতা,
যেখানে প্রেম, বিরহ, আর স্বপ্নের গুঞ্জন,
যুদ্ধের ধ্বংসলীলা, শান্তির বাণী,
বিদ্রোহের আগুন আর দেশপ্রেমের সংকল্প,
এক অনন্ত ছন্দে মেশে।


লেখক পরিচিতি : বিশ্বরূপ দাস
বিশ্বরূপ দাস একজন গবেষক। তার গভীর আগ্রহ রয়েছে অস্তিত্ববাদ, মনঃসমীক্ষণ, ঘটনাবিজ্ঞান এবং অ্যাবসার্ডিজম বিষয়ে। তার গবেষণা বিভিন্ন মর্যাদাপূর্ণ একাডেমিক জার্নালে প্রকাশিত হয়েছে, যার মধ্যে রয়েছে Comparative Literature: East and West, Academia Letters, Rupkatha Journal on Interdisciplinary Studies in Humanities, Qeios, The Explicator, প্রভৃতি। গবেষণার পাশাপাশি, বিশ্বরূপ দাস অসংখ্য একাডেমিক নিবন্ধ, বইয়ের অধ্যায় এবং বইয়ের প্রস্তাবনা পর্যালোচনা করেছেন। এছাড়াও তিনি বৈজ্ঞানিক গবেষণা নিবন্ধের ভাষা সম্পাদক হিসেবে কাজ করেছেন। বিশ্বরূপ দাসকে বিভিন্ন আন্তর্জাতিক একাডেমিক সম্মেলনে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তার কাজ বিভিন্ন গবেষকদের প্রকাশনায় উদ্ধৃত হয়েছে। কবিতা লেখার প্রতিও তার অগাধ ভালোবাসা রয়েছে।

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা জমা দিতে ছবিতে ক্লিক করুন