লেখক : অয়ন মৈত্র
সোমালিয়া থেকে কল করলে, দশ সেকেন্ডও লাগেনা, আমার ল্যান্ডলাইনটা বাজতে। আমি জানি।
আফ্রিকান ট্যুরের প্যাকেজ রেটটা! সেটাও জানি। ভ্যাট সুদ্ধু ।
আমি অনেক কিছু জানি। অনেক কিছু বুঝি, যেগুলো না বুঝলেও আপ্টিটিউড টেস্ট ক্লিয়ার করা যায়।
প্রতিদিন অন্তত পঞ্চাশটা চার্টাড ফ্লাইট সারা বিশ্ব থেকে কেপটাউনে হাজার খানেক পর্যটক ঢেলে আসে।
ডারবানে ম্যাকডোনাল্ডের নতুন ব্রাঞ্চের উদ্বোধনে, বারো কোটি খরচ।
গৃহযুদ্ধ পেরিয়ে আফ্রিকা নাকি জেগে উঠছে সেরেঙ্গটি, আম্বোসেলি ন্যাশনাল পার্কে। কিমবার্লি’র হীরে খনিতে।
ভুভুজেলার আওয়াজ এখন ছড়িয়ে পড়ছে মস্কো, লেনিনগ্রাদ, হয়ে ইউনিসেফ পর্যন্ত।
আমি এটাও জানি, মাসাই শিশুর মাথার ওপর শকুন ওড়ে। খাবার লোভে।
বর্শা দিয়ে সিংহ শিকার হয়। কখনও। কখনও।
তবু পাঁজরা বেরনো বুকে, আফ্রিকা, গণতন্ত্রের গল্প শোনায়।
অথচ, মাসাই মায়ের বুকের দুধে। ফ্যাট থাকে না। এখনও।
লেখক পরিচিতি : অয়ন মৈত্র
শিক্ষক