সন্ধ্যা

লেখক : অর্ঘ্যদীপ চক্রবর্তী

সূর্য বসছে পাটে।
দিনের বিদায় অনুষ্ঠানে-
মেঘেরা সিঁদুর খেলায় মাতছে,
তাই আকাশ রাঙিয়ে উঠছে।
পাখিরা বাসায় ফিরছে,
একক ভাবে নয়ত দলগত ভাবে,
কেউবা দল ছেড়ে ছন্নছাড়া হয়ে।
হালকা বাতাস উপহার দিয়ে সন্ধ্যা এগিয়ে আসছে।

দীঘির পাশের গাছগুলিতে আঁধার নেমে আসছে,
সারা দীঘি জুড়ে মৃদু সমীরের রাজত্ব চলছে।
সূর্যের শেষ আলোটুকু পড়ছে জলে,
গাছপালার ফাঁক হতে,
তাতে বয়ে যাওয়া মিহি স্রোত-
সবমিলিয়ে বড়ো রহস্যঘেরা পরিবেশের সূচনা করছে।
সারাদিন ধরে চরে বেড়ানো হংসরা এখন পাড়ে ওঠার তোরজোড় করছে।

চাষের গল্প করতে করতে,
নয়ত সংসারের নানান কাহিনিতে মেতে,
চাষারা ফিরছে ঘরে।
কাঁধে গামছা ঝুলিয়ে রাখাল ফিরছে
একপাল গরু নিয়ে-
তাদের চলায় ধূলায় বাতাস ভারী হচ্ছে।
ছোটো ছোটো ছেলেমেয়েরা মাঠ থেকে ফিরছে।

কোথায় কোন বাড়ি থেকে কাঁসর ঘন্টা শাঁখ উলুধ্বনি
ভেসে আসছে।
কোথায় কোন মসজিদ থেকে শোনা যাচ্ছে
লা ইলাহা ইল্লাল্লাহ…।

লেখক পরিচিতি : অর্ঘ্যদীপ চক্রবর্তী
আমি অর্ঘ্যদীপ চক্রবর্তী। আমার জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান নিবাস বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা, ভারত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন