উপকূলীয় জীবন

লেখক : ইউসুফ জামিল

ঘূর্ণিতে গুঁড়িয়ে স্বপ্ন
বিধ্বস্ত হয়ে লোকালয়,
বানে প্লাবিত চারপাশ
শুধু ক্ষুধা আর হাহাকার।
বিলীন সব গৃহ
মলিন সব মুখ,
নেই আর ঠাঁই
নেই আর বাসস্থানের অধিকার।

ভাঙ্গনে ভেঙ্গেছে বুক
দুঃখ কেড়েছে সুখ,
বিলীন শেষ চিহ্ন
নেই স্বজনের সমাধি আর।
নির্ঘুম জেগে চোখ
জাগে শুধু বেদনা,
ঝরিয়ে বহু অশ্রু
চোখে অশ্রু জমে না আর।

দৃষ্টি জুড়ে বিষাদ,
শ্রবণ পুড়ে আর্তনাদ,
হতাশায় মানুষ,পশু-পাখি একাকার।
প্রতি প্রাণে অবসাদ,
দুঃখে আনে অনুনাদ,
কান্না হাসি জোয়ার ভাটার অধিকার!

ভাঙ্গা গড়ার খেলায়
উপকূলীয় জীবন,
তবু বেলায় অবেলায়
আশায় বুক বাঁধে বারবার।


লেখক পরিচিতি : ইউসুফ জামিল
গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের জাতীয় আর্কাইভ ও গ্রন্থাগার বিভাগে নিবন্ধিত লেখক ইউসুফ জামিল ঢাকা বিভাগের অন্তর্গত গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই লেখালেখি শুরু করেন। তার প্রথম যৌথ কাব্যগ্রন্থ "বেলা অবেলার কথা কলি" ওপার বাংলা থেকে প্রকাশিত হয়।

One comment

  1. LeeLa Dam MazumDer

    নমস্কার… আপনাদের পোষ্ট করা সব গুলো লেখাই চমৎকার… আমি সব সময়ই পড়ি… অনেক ধন্যবাদ … আপনাদের এখানে আমি একটি ছোট্ট গল্প লিপিবদ্ধ করেছি… কিন্তু ভুল ক্রমে ছবি দেয়া হয়নি। এখন ছবি কিভাবে দিতে পারব…?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum