লেখক : সাত্যকি সেনগুপ্ত
চার দেওয়ালের মধ্যে শুধু তুমি আর আমি
বসে বসে শুধু – শুধু সময় যায় গুনি
বিদ্যুতে পড়েছে টান, তাই ঘরটা নিকষ কালো
দুজনের কুঁড়েমির জন্য অন্ধকার লাগে ভালো
দুজনেই আছি চুপচাপ, ঝিঁ ঝিঁ ডাকছে খাসা
বন্ধ এই ঘরের মধ্যে নীরবতাই আমাদের ভাষা।
লেখক পরিচিতি : সাত্যকি সেনগুপ্ত
বাঙালির ঘরে ঘরে থাকা অসংখ্য সাধারণ মানুষের মধ্যে একজন, পরিচিতি বলতে এটুকুই।