মগরমছ

লেখক : ডঃ অভীক সিনহা

প্রবাসে থাকার দরুণ মাঝে মাঝে বেশ অদ্ভুত এবং মজাদার ঘটনার সম্মুখীন হতে হয় । যেমন আজকের সকালের ব্যাপারটাই ধরে নেওয়া যাক । সকাল সকাল মাছের বাজারে গিয়ে হাজির হয়েছি । কাতলা-ট্যাংরা দেখার পরে বাচ্চার জন্য মাগুর মাছ নিচ্ছি, হঠাৎ পাশ থেকে জনৈক ভদ্রলোক জিজ্ঞেস করলেন, “ইয়ে কৌনসি মছলি হ্যায় ? “
আমি বললুম, “ইয়ে মাগুর মাছ হ্যায় ।”
ভদ্রলোক চোখ কপালে তুলে বললেন, “আইলা, ইয়ে মগরমছ হ্যায় ?”
বুঝলুম ওনার মাগুর মাছ সম্পর্কে বিশেষ ধারণা নেই, তাই এটাকে কুমির (মগরমছ) জাতীয় কিছু একটা ভাবছেন । তাই একটু মজা করার লোভটা সামলাতে না পেরে বললাম,
“বাঙালি বচ্চে ইয়ে মছলি একদম মগরমছ কে তরাহ খাতা হ্যায়, ইসিলিয়ে ইসকা নাম মাগুর মাছ হ্যায় । ইসসে বুদ্ধি জোরদার হোতা হ্যায় ।”
 
বলেই বেশি কথা না বাড়িয়ে সটকে পড়েছিলাম । ভদ্রলোকের কুমির খেয়ে বুদ্ধি বেড়েছিল কিনা, সেটা নাহয় সামনের সপ্তাহে গিয়ে খোঁজ নিয়ে আসা যাবে…

লেখক পরিচিতি : ডঃ অভীক সিনহা
লেখকের জন্ম পশ্চিমবঙ্গে । পেশায় অর্থনীতির অধ্যাপক এবং গবেষক, যুক্ত আছেন গোয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের সাথে । তবে ভালবাসাটা আজও লেখালিখি, পেন্সিল স্কেচ, যন্ত্রসংগীত, এবং নিত্যনতুন রান্নাবান্নার সাথেই রয়ে গিয়েছে । তাঁর লেখা প্রথম বই "R.E.CALL: এক Recollian-এর গল্প" প্রকাশিত হয় ২০১৪ সালে । দাদুর হাত ধরে কবিতা দিয়ে লেখালিখির সূত্রপাত হলেও এখন প্রবন্ধ এবং গল্পতেই মনোনিবেশ করেছেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন