ভাঙা স্বপ্নের উপহার

লেখক : তুহিন মাজী

শ্রীময়ী একটি ছোট গ্রামে বাস করত। তার বাবা ছিলেন একজন কৃষক এবং মা গৃহিনী। তাদের জীবন ছিল সহজ, কিন্তু শ্রীময়ীর স্বপ্ন ছিল একটু বড়। সে সবসময় চিন্তা করত, “একদিন আমি বড় কিছু হবো। আমি শহরে পড়াশোনা করতে যাব।”
গ্রামের স্কুলে পড়াশোনা করছিল শ্রীময়ী, কিন্তু সেখানকার পাঠ্যক্রম খুব সীমিত ছিল। তার মধ্যেও এক অদ্ভুত আগ্রহ ছিল বিজ্ঞান এবং গণিতের প্রতি। সে চাইছিল একদিন বড় একটা শহরে গিয়ে ভাল শিক্ষালাভ করতে। কিন্তু তার পরিবারের অবস্থা ভাল ছিল না, সেই জন্য শহরে গিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না।
শ্রীময়ী জানত, তার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে তাকে কঠোর পরিশ্রম করতে হবে। একদিন সে সিদ্ধান্ত নিল, নিজের পড়াশোনায় আরও মনোযোগী হবে। নিজের স্কুলে সে প্রথম স্থান পেয়ে, গ্রাম্য অনুষ্ঠানে পুরস্কৃতও হল। গ্রামের মানুষ সবাই তার প্রশংসা করতে লাগল।
শ্রীময়ীর জীবনে এক অন্ধকার মুহূর্ত এসেছিল। তার বাবা একদিন অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার খরচ জোগাড় করা তাদের পক্ষে সম্ভব ছিল না। শ্রীময়ী উপলব্ধি করল, তার স্বপ্ন পিছিয়ে পড়তে পারে, কারণ তার পরিবারকে আর্থিক সাহায্য প্রয়োজন। তবুও, সে হাল ছাড়েনি। সে তার মাকে বলে, “মা, আমি যদি কিছুদিন পড়াশোনা না করি, তাহলে আমি আবার শুরু করতে পারব। কিন্তু বাবার সুস্থতা আগে প্রয়োজন।”
দিন মাস চলে গেল। শ্রীময়ী তার পড়াশোনা সাময়িকভাবে বন্ধ রেখে বাবার সেবা করতে থাকল। দীর্ঘ কয়েক মাস পর, তার বাবা সুস্থ হয়ে উঠলেন। শ্রীময়ী জানত, তার পড়াশোনার সেই লালিত স্বপ্নকে আবার নতুন করে শুরু করতে হবে।
একদিন, গ্রামের এক ধনী ব্যক্তি তার পারিবারিক ব্যবসায় সাহায্য করার জন্য শ্রীময়ীকে শহরে নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেছিলেন, “তুমি যদি পড়াশোনা করতে চাও, আমি তোমাকে সাহায্য করতে পারব। তবে তোমাকে সৎ, পরিশ্রমী হতে হবে।”
এই সুযোগটি শ্রীময়ী হাতছাড়া করতে চায়নি। সে অবশেষে শহরের একটি কলেজে ভর্তি হল। সেখানে তার প্রতিভা এবং কঠোর পরিশ্রমের জন্য তাকে স্বীকৃতিও মিলল।
কয়েক বছর পরে, শ্রীময়ী একজন সফল বিজ্ঞানী হয়ে ফিরে এল গ্রামে। সে তার গ্রামবাসীদের সাহায্য করতে শুরু করল, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে। শ্রীময়ী জানত, স্বপ্নের পথে অনেক বাধা ছিল, কিন্তু তার দৃঢ় সংকল্প ও পরিবারের পাশে থাকার কারণে সে সফল হতে পেরেছিল।
এই গল্পটি শ্রীময়ীকে শিখিয়েছে, জীবন কখনো সহজ নয়, কিন্তু সঠিক উদ্দেশ্য আর কঠোর পরিশ্রম যদি থাকে, তাহলে কোনো কিছুই আপনাকে থামাতে পারে না।


লেখক পরিচিতি : তুহিন মাজী
লেখক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

দীপায়ন ৩ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ছবিতে ক্লিক করুন