আমরা বিড়াল

লেখক : রাফিয়া নূর পূর্বিতা

তোমার রেশম গুটির সোনালী চুলে
অভেদ্য টানা টানা চোখ,
তোমার রক্তজবার নাক,আঙুলে
মাতাল প্রেমের ঝোঁক!

আমি উন্মত্ত মাতাল ,নেশা নেশা ঘোর
অমোঘ প্রেমের মায়ায় ,
প্রাণ পেয়ে যাই তোমার ছোঁয়ায়
কাব্য লিখি কথায় !

তুমি এলে রাত্তিরে খুব
সন্ধ্যাতারার ডাকে ,
জোনাক পোকা দ্বীপ জ্বেলে যায়
কোকিল ডাকে গাছে!

তুমি কেমন জড়িয়ে থাক
দূরে গেলে কাঁদ ,
তুমি নিঝুম শব্দ করে
আমায় কেন ডাক!

ডাকপাখিরা ডাকপাখিরা
এত্তু শুনে যাও,
আমার ঘরের ছোট্ট বিড়াল
একটু দেখে যাও ।

বিড়ালছানার বাচ্চা আমার
কোল জড়িয়ে ঘুমোয় ,
রাত বিরেতে খুব আদরে
টুকুর টুকুর টুমোয় !

তুমি যেদিন প্রেমিক হলে
আলো এলো মনে ,
তেরো কোটি যুগের পরে
ছন্দ খেলে মনে ।

টুকুর টুকুর আমরা বিড়াল
জড়িয়ে ধরে থাকি,
ঘুমের শেষে নতুন ভোরে
আবার ভালোবাসি !

লেখক পরিচিতি : রাফিয়া নূর পূর্বিতা
সামাজিক পরিচয়ের মাপকাঠি ঠুনকো।খোলা আকাশের নিচে খেলতে আর ভাবতে থাকা এক শিশুতোষ সত্তা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন